হোয়াটসঅ্যাপের নয়া ব্যবস্থা ছবি: সংগৃহীত
সুরক্ষা বাড়াতে এ বার নতুন একটি বৈশিষ্ট্য আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর, এ বার একের বেশি যন্ত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে দু’বার ভেরিফিকেশন করতে হতে পারে।
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি ওয়েবসাইটের প্রকাশ করা ‘স্ক্রিনশট’ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। বর্তমানে অন্য কোনও যন্ত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে শুধু ছয় সংখ্যার একটি কোড দিলেই চলে। সূত্রের খবর, এ বার ওই কোডটি ছাড়াও এসএমএস বার্তার মাধ্যমে অপর একটি কোড যাবে ব্যবহারকারীর কাছে। সেই দ্বিতীয় কোডটি দিলে তবেই অন্য একটি যন্ত্রে খোলা যাবে হোয়াটসঅ্যাপ।
কেন এমন ব্যবস্থা নিচ্ছে হোয়াটসঅ্যাপ? জানা গিয়েছে, একস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে অনেক সময়েই সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে হ্যাকাররা। নতুন ব্যবস্থায় এই ঝুঁকি কমবে অনেকটাই, আশা বিশেষজ্ঞদের।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।