হোয়াটসঅ্যাপে ব্লক! বুঝবেন কী করে? ছবি: সংগৃহীত
কারও সঙ্গে ঝগড়া হল বা কেউ আর যোগাযোগ রাখতে চান না। তিনি হোয়াটসঅ্যাপে আপনার দরজা বন্ধ করে দিলেন! মানে, ‘ব্লক’ করে দিলেন।
সে ক্ষেত্রে আপনি তা টের পাবেন কী করে?
হোয়াটসঅ্যাপ এতই ‘ভদ্র’, তাঁরা এই তিক্ত ঘটনার কোনও চেতাবনি আপনাকে দিতে চায় না। তাই এই অপ্রিয় ঘটনার কোনও ‘নোটিফিকেশন’ আপনার কাছে আসবে না। তা হলে কী করে বুঝবেন আপনি কারও ‘অযাচিত’-এর তালিকায়?
এ ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে:
• কেউ যদি আপনাকে ব্লক করে দেন, তাঁর প্রোফাইলের ছবি বা ‘ডিসপ্লে পিকচার’ কখনই আপনি দেখতে পাবেন না।
• তাঁকে পাঠানো মেসেজে কখনই দুটো টিক মার্ক পড়বে না। যার মানে, মেসেজটি শুধু আপনার তরফ থেকে চলে গিয়েছে। কিন্তু উল্টো দিকের মানুষটির কাছে পৌঁছয়নি।
• আপনি যদি ওই মানুষটিকে হোয়াটসঅ্যাপে ফোন করতে যান, কখনও ফোনটি হবে না।
কী করে বুঝবেন ‘ব্লক’-তালিকায় পড়ে গিয়েছেন আপনি?
হোয়াটসঅ্যাপের তরফে হালে এ প্রসঙ্গে বলা হয়েছে, তারা কারও ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ্যে আনতে চায় না। আর সেই কারণেই ব্লক করা হলেও কোনও নোটিফিকেশন যায় না যাঁকে ব্লক করা হয়েছে, তাঁর কাছে।