নীনা গুপ্ত। ছবি: ইনস্টাগ্রাম
দিকে দিকে ঘর সাজানোর উৎসাহ। সকলেই চান তারকাদের মতো বাড়ি। চারদিক হবে ঝকঝকে। একেবারে হোটেলের মতো। রান্নাঘরে তেলের দাগ থাকবে না। সোফায় কেউ না বসলেই ভাল। বিছানার চাদর হবে টানটান। আর অবশ্যই বাড়ির বারান্দা বা উঠোনে কোনও কাপড় ঝুলবে না। তবে তা দেখতে লাগবে অসুন্দর।
এমন কথার কোনওটাই নিশ্চয়ই না শোনা নয়? সেকালের বাড়ির সঙ্গে একালের বাড়ির তো সেটাই ফারাক বলে অভিযোগও শোনা যায়। আর তা নিয়েই প্রশ্ন তুললেন অভিনেত্রী নীনা গুপ্ত। বললেন, উঠোনে কয়েকটি কাপড় শুকোতে না দেখলে সেটা ঠিক বাড়ি বাড়ি মনেই হয় না।
মুম্বই থেকে দূরে পাহাড়ের কোলেই এখন দিন কাটছে অভিনেত্রীর। নেটমাধ্যমে সেখানকার সংসার মাঝেমধ্যেই অনুরাগীদের দেখান নীনা। কেক বানানো থেকে রোদ পোয়ানো— নীনার পাহাড়ি গেরস্থালির রোজনামচার ভিডিয়ো রীতিমতো জনপ্রিয়। সেই বাড়িতেই কাপড় শুকনো হচ্ছে বলে ভিডিয়োয় দেখালেন অভিনেত্রী। সঙ্গে মন্তব্য, যত ক্ষণ না ঘরে কাপড় শুকোনো হচ্ছে, ওয়াশিং মেশিন রাখা থাকছে, তোয়ালে মেলা হচ্ছে— তত ক্ষণ কোনও জায়গাই বাড়ি মতো মনে হয় না। শুধু সুন্দর দেখালেই সেই জায়গাটা বাড়ির মতো আপন হয়ে ওঠে না।
নীনার এই মন্তব্য পছন্দ হয়েছে অনুরাগীদেরও। বলাই বাহুল্য, গৃহসজ্জার ভাবনায় তাঁর ভিডিয়ো দিল নতুন মাত্রা।