name

Illegal baby names: সদ্যজাতর নামকরণ করবেন? কোন দেশে কোন নাম বেআইনি জেনে নিন

হয়তো সদ্যজাতর জন্য কোনও প্রিয় নাম পছন্দ করে রেখেছেন। কিন্তু কোন দেশে বাস করেন, তার উপর নির্ভর করবে নামকরণে বিপদ হবে কি না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ২০:০৪
Share:

এমন বহু নাম রয়েছে, যা কিছু কিছু দেশে বেআইনি।

হয়তো পপ-তারকা এনরিকে ইগলেশিয়াসের ভক্ত। মনে মনে ঠিক করে রেখেছেন, ছেলে হলে নাম রাখবেন এনরিকে। কিন্তু জানেন কী, আয়্যারল্যান্ডে থাকলে আপনি এই নাম রাখতে পারবেন না!। কারণ সে দেশে এই নামকরণ বেআইনি! এমন অদ্ভুত বিধি-নিষেধের কারণ অবশ্য কেউ জানেন না। কিন্তু এমন বহু নাম রয়েছে, যা কিছু কিছু দেশে বেআইনি। জেনে নিন সেগুলি কী।

Advertisement

১। হিটলার

জার্মানিতে থাকলে আপনি ছেলের নাম অ্যাডল্ফ হিটলার রাখতে পারবেন না। এর কারণ অবশ্য আলাদা করে বলে দিতে হবে না। গোটা বিশ্বের জানা। পাশাপাশি এই নাম বেআইনি মালয়শিয়া, নিউ জিল্যান্ড এবং মেক্সিকোতেও।

Advertisement

২। অনুমা

জাপানে এই নাম রাখা আইনত দণ্ডণীয়। কারণ সে দেশে মনে করা হয় এই নামের সঙ্গে শয়তানের যোগ রয়েছে।

৩। আমির

আমির খান সৌদি আরবে জন্মালে হয়তো অন্য নাম পেতেন। সে দেশে এই নামের মানে রাজপুত্র। তাই রাজবংশের প্রতি অনুগত্ব প্রমাণ করতে এই নাম রাখা যাবে না।

৪। অ্যানাল

মানুষের যৌনাঙ্গের সঙ্গে এই নামের মিল রয়েছে বলে নিউ জিল্যান্ডে এই নাম অশালীন বলে মনে করা হয়। তাই এই নাম ব্যবহার করা যায় না।

প্রতীকী ছবি।

৫। অ্যানাস

যৌনাঙ্গের নামে নামকরণ নিষিদ্ধ ডেনমার্কে।

৬। অশান্তি

ভারতে জেনে বুঝে কেউ মেয়ের নাম অশান্তি রাখবন না হয়তো। কিন্তু পর্তুগালেও এই নামকরণ বেআইনি।

৭। চাও টাও

অস্ট্রেলিয়া এবং মালয়শিয়াতে চাও টাও নাম রাখা নিষিদ্ধ। কারণ এই নামের মানে আদপে মাথার দুর্গন্ধ।

৮। সায়ানাইড

ব্রিটেনে এই মারাত্মক বিষের নাম নামকরণ করতে পারবেন না সন্তানের।

৯। এনরিকে

যতই পছন্দ হোক, আয়্যারল্যান্ডে থাকলে এই নাম রাখতে পারবেন না ছেলের।

১০। জেম্‌স বন্ড

যতই ভক্ত হন, মেক্সোতে থাকলে ছেলের এই নাম রাখতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement