— প্রতিনিধিত্বমূলক ছবি।
জলবায়ু পরিবর্তনের ধাক্কায় গ্রামের ছোটরা বা ছোটদের মধ্যেও অসহায়তম প্রতিবন্ধী শিশুদের বিপন্নতা, বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তাদের সঙ্গে কথা বলেন তাঁরা। কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, “ছোটদের সচেতন করলে গ্রামবাংলায় বছর বছর ঝড়-জলের দুর্যোগে তারাই সব চেয়ে বড় সহায় হতে পারে। প্রশাসনের সবার সঙ্গে হাত মিলিয়ে এ বিষয়ে সচেতনতা গড়া জরুরি।”
ফলতার মেয়ে, সেরিব্রাল পলসিতে হুইলচেয়ার-বন্দি নবম শ্রেণির অনুশ্রী মণ্ডল ছোটদের সমস্যাগুলি তুলে ধরে। সে বলে, “প্রতি বছর খামখেয়ালি বন্যায় গ্রামে চাষবাস, পশুপালন লাটে উঠছে। পরিবারগুলি বাধ্য হয়ে শহরে যাচ্ছে। ক্ষতি হচ্ছে ছোটদের পড়াশোনার।” তার বন্ধু এক প্রতিবন্ধী কন্যাকে তার মা-বাবা আত্মীয়ের বাড়ি রেখেই শহরে গিয়েছেন। তার পড়া প্রায় বন্ধ। তা শুনে শিশু অধিকার ও পাচার রোধ সংক্রান্ত দফতরের অধিকর্তা নীলাঞ্জনা দাশগুপ্ত দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়ে বলেন, “মেয়েটিকে প্রতিবন্ধীদের উপযোগী হস্টেলে রাখা যেতে পারে!”