Rakhi Special

Siblings: ভাই-বোনের মধ্যে দূরত্ব বেড়েছে? সম্পর্কের যত্ন নেবেন কী ভাবে

সারা বছর স্বামী-স্ত্রী, সন্তানের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা হয় অনেক। কিন্তু কী ভাবে নিজের ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করবেন, সে দিকেও কিছুটা নজর দেওয়া যেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১৫:৫৯
Share:

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অনেক দিন পরে রাখি উপলক্ষে ভাই-বোনের দেখা হচ্ছে? অতিমারির এই সময়ে এমন কথা শোনা যাচ্ছে ঘরে ঘরে। অনেকের আবার দেখা হচ্ছেও না। হয়তো ভাই-বোন থাকেন আলাদা শহরে। কিন্তু এই সম্পর্ক তো আর এক দিনের বিষয় নয়। রাখি হল উদ্‌যাপনের সুযোগ। সম্পর্ক রক্ষা করতে হয় বাকি ৩৬৪ দিনও।

Advertisement

সারা বছর স্বামী-স্ত্রী, সন্তানের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা হয় অনেক। কিন্তু কী ভাবে নিজের ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করবেন, সে দিকেও কিছুটা নজর দেওয়া যেতে পারে। রাখির দিনে রইল তেমনই কিছু পরামর্শ, তা মেনে চলা যায় বছরভর।

১) ছোটবেলার ভুল বোঝাবুঝি ধরে রাখবেন না। আগের রাগ-অভিমান ভুলে নতুন উদ্যোগে সম্পর্ক উদ্‌যাপন করুন।

Advertisement

প্রতীকী ছবি।

২) একে অপরের পছন্দকে গুরুত্ব দিন। হতেই পারে দুই ভাইয়ের পছন্দ আলাদা। তাতে কী? তার জন্য মনের মিল থাকতে নেই, তা তো নয়।

৩) যে সব বিষয়ে কথা উঠলে মত পার্থক্য হবেই, তা এড়িয়ে চলাও যায়। একে অপরের মত পরিবর্তন করার চেষ্টা করবেন না। বরং অন্যের মতকে সম্মান জানিয়ে চলুন।

৪) মনের কথা ভাগ করে নিন ভাই-বোনের সঙ্গে। নিজের ভাল লাগবে, তাঁদেরও কাছে আসতে সুবিধা হবে।

৫) বছরে অন্তত কয়েকটি দিন আলাদা করে রাখুন শুধু নিজের ভাই-বোনের জন্য। একসঙ্গে সময় কাটান। তা হলে সম্পর্ক এমনিই অনেক আনন্দের হয়ে উঠবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement