gold

সোনার পান চেখে দেখতে চান? খরচ পড়বে ৬০০ টাকা!

দিল্লির এই পানের দোকান কেন ছেয়ে গেল নেটমাধ্যমে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২১ ২০:৩১
Share:

সোনায় মোড়া পান

Advertisement

একটা পানের জন্য ৬০০ টাকা দিতে যাব কেন? ও কি সোনায় মোড়া! আজ্ঞে হ্যাঁ! ঠিকই পড়ছেন। দিল্লির কনট প্লেসের এক বিখ্যাত পানের দোকান সোনার পান তৈরি করছে ইদানীং। সেই পানের ভিডিয়ো তাঁরা দিয়েছিলেন তাঁদের ইনস্টাগ্রামে পেজে। তারপর থেকেই সেই পোস্ট ছেয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

এই মিষ্টি পানে পড়ে এলাচ, দারুচিনি, চেরির টুকরো, খেজুর এবং মিষ্টি চাটনি। তারপর একটা সোনার পরত পড়ে পানের গায়ে। সব শেষে চেরি দিয়ে সাজানো হয় পানটি। ৬০০ টাকার বিনিময় আপনি এই অভিনব পান মুখে পুরতে পারেন।

Advertisement

তবে এই পানের দোকান পান নিয়ে নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিখ্যাত। চকোলেট পান, ফেরারো রশার পান, স্ট্রবেরি পানও পাওয়া যায় এই দোকানে। মরসুম অনুযায়ী তাঁরা নতুন তৈরি করছে আমের পানও। করোনার দাপট কমলে আপনিও দিল্লির এই দোকানে হাজির হতে পারেন, এই লোভনীয় পানগুলি চেখে দেখতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement