ঠান্ডা জলের কারণে প্রাণ হারাতে বসেছিলেন বডিবিল্ডার। ছবি: সংগৃহীত।
এক ঢোকে অনেকটা ঠান্ডা জল খাওয়ার ফল হৃদ্রোগ। প্রাণে বাঁচতে হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করাতে হল আমেরিকার এক বডিবিল্ডারকে। ৩৫ বছর বয়সি ফ্র্যাঙ্কিন অ্যারিবিয়ানাকে প্রায় ২০ বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এখন ঠান্ডা জল খাওয়া নিয়ে সকলকে সতর্ক করছেন ফ্র্যাঙ্কিন।
বিষয়টি শুরু হয়েছিল অজ্ঞান হওয়ার ঘটনা দিয়ে। ফ্র্যাঙ্কিনের বয়স তখন মাত্র ১৮ বছর। ফ্র্যাঙ্কিন বলেন, “জল খাওয়ার সময় আমার মনে হয়েছিল, ঠিক যেন বুকের কাছে আটকে গিয়েছে, এ রকমটা আগে কখনও অনুভব করিনি। তার পরেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’’
বিভিন্ন জিনগত পরীক্ষার পর জানা যায়, ফ্র্যাঙ্কিন অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (আফিব) রোগে আক্রান্ত। এই রোগের ক্ষেত্রে হৃদ্স্পন্দন অনিয়মিত হয়ে যায়। তাঁর হৃদ্যন্ত্রে জন্মগত ত্রুটি ছিল। ফ্র্যাঙ্কিন ঠান্ডা জল খাওয়ার পর তাঁর গলার পিছনে অবস্থিত ভেগাস স্নায়ু উদ্দীপিত হয়, ফলে তাঁর অবস্থা আরও সঙ্কটজনক হয়ে পড়ে।
আফিব রোগটি খুবই বিরল। এই রোগে আক্রান্ত রোগী মাঝেমধ্যেই অজ্ঞান হয়ে পড়েন, বুকে ব্যথা হয়, শ্বাসকষ্টেও ভোগেন। দীর্ঘ ১৮ বছর ধরে চিকিৎসা চলার পর শেষমেশ ফ্র্যাঙ্কিনের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। আপাতত ফ্র্যাঙ্কিন সুস্থ রয়েছেন। এখন আর তাঁকে আর হাসপাতালে ভর্তি করাতে হয় না। যদিও তাঁর কিছু ওষুধ চলছে।