snake

Snake Bite: মেয়েকে সাপের খেলা দেখাচ্ছিলেন, ছোবলে প্রাণ গেল বাবার

সাপের খেলা দেখিয়ে দিন গুজরান! সেই বিষধরের ছোবলে প্রাণ গেল উত্তরপ্রদেশের এক ব্যক্তির।

Advertisement

সংবাদ সংস্থা

বান্দা, উত্তরপ্রদেশ শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ১৬:১০
Share:

বিষধর সাপটি ছোবল মারে ওই ব্যক্তিকে। ছবি-প্রতীকী

সাপ ধরাই ছিল তাঁর পেশা। আর সেই সাপের ছোবলেই প্রাণ গেল এক উত্তরপ্রদেশের এক ব্যক্তির।

Advertisement

দেবেন্দ্র মিশ্র নামে মৃত ওই ব্যক্তি গ্রামে ঘুরে ঘুরে বিষাক্ত সাপ ধরতেন। সাপের খেলাও দেখাতেন। রোজের মতো এ দিনও সাপ ধরার সরঞ্জাম নিয়ে বেরিয়েছিলেন তিনি। বাড়ি ফেরেন একটি বিষাক্ত সাপ সঙ্গে নিয়ে। নিজের শিশুকন্যার সামনে সাপ নিয়ে বিভিন্ন কেরামতিও দেখান। সন্তানের গলায় সাপটিকে জড়িয়েও দেন।

প্রায় ঘণ্টা দুয়েক এমন চলার পর হঠাৎই বিষধর সাপটি ছোবল মারে ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে শরীর নীল হতে শুরু করে। হাসপাতালে না গিয়ে ঘরোয়া জড়িবুটিতেই নিজের শুশ্রূষা করা হয় তাঁর। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

Advertisement

পরিবার সূত্রের খবর, বহু বছর ধরে সাপ ধরার কাজ করেন দেবেন্দ্র। দু’-চার বার ছোবল খাননি, এমন নয়। কিন্তু এর আগে বড় বিপদ ঘটেনি। তবে দেবেন্দ্রর সাপ ধরার কোনও প্রশিক্ষণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement