App Cab

App Cab: বিমানযাত্রায় ক্লান্ত! ঘুমে ঢুলে পড়া যাত্রীর জন্য রেস্তরাঁ থেকে খাবার এনে দিলেন অ্যাপ ক্যাব চালক

বেঙ্গালুরুর অ্যাপ ক্যাব চালক রবি এখনও চর্চার শিরোনামে। মানবিকতার অন্য মুখ নাকি তিনি। কেন এমন খেতাব দেওয়া হচ্ছে তাঁকে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ১৩:৪৯
Share:

রোজের মতো এ দিনও সকালে গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন। ছবি-প্রতীকী

বেশি ভাড়া নেওয়া, গাড়ি চালকের দুর্ব্যবহার— অ্যাপ ক্যাব নিয়ে এমন ভূরি ভূরি অভিযোগ প্রায়ই শুনতে পাওয়া যায়। সেই অভিযোগের ভিড়ে এ ঘটনা যেন ফের মনে করিয়ে দেয়, মানবিকতা এখনও বেঁচে আছে।

Advertisement

বেঙ্গালুরুর বাসিন্দা রবি। পেশায় অ্যাপ ক্যাব চালক। এই মুহূর্তে তাঁকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কী করেছেন তিনি?

রেস্তরাঁটিতে সেই সময় প্রচণ্ড ভিড় ছিল। ছবি- প্রতীকী

রোজের মতো এ দিনও সকালে গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন। চেন্নাই বিমানবন্দর থেকে প্রথম বুকিং পান তিনি। হর্ষ শর্মা নামে এক জন যাত্রী তাঁর গাড়িতে ওঠেন। গাড়ি চলতে শুরু করার পর রবি লক্ষ করেন, তাঁর পাশের সিটে বসে থাকা ব্যক্তি ঘুমে প্রায় ঢুলে পড়ছেন। দেখামাত্রই গাড়ি থামান রবি। গাড়ি থেকে নেমে সিটটা খুলে হর্ষকে ঠিক করে ঘুমোনোর সুযোগ করে দেন। এখানেই শেষ নয়, তিনি অনেক ক্ষণ কিছু খাননি শুনে একটি ভাল রেস্তঁরার সামনে গাড়ি দাঁড় করান রবি। ঘটনাচক্রে ওই রেস্তরাঁটিতে সেই সময় প্রচণ্ড ভিড় ছিল। হর্ষকে গাড়িতেই খাবার এনে দেন রবি। পুরো ঘটনাটি হর্ষ তাঁর নিজের নেটমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন। পছন্দচিহ্ন আর রবির প্রতি শুভেচ্ছা, ভালবাসায় ভরে গিয়েছে তাঁর ফেসবুকের পাতা। হর্ষ নামের ওই যাত্রী জানিয়েছেন, আগের দিন গোটা রাত তিনি বিমানে কাটিয়েছেন। ফলে ঘুম হয়নি একেবারেই। গা়ড়িতে উঠতেই আর চোখ খুলে রাখতে পারেননি। অ্যাপ ক্যাব নিয়ে খারাপ অভিজ্ঞতার তাঁরও আছে। তবে রবির এমন সহমর্মিতা মুগ্ধ করেছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement