Uorfi Javed

গায়ে এতটুকু সুতো নেই, শুধু বক্ষযুগল ঢাকা কালো রঙের চোঙে! এমন সাজেই ধরা দিলেন উরফি

শামুকের খোলস, চোঙা নাকি জোকারের টুপি? কল্পনা করুন সাধারণ মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ২১:৪০
Share:

উরফির পরলেন শামুকের খোলস? ছবি- ভিডিয়ো থেকে।

পোশাকের কারণে প্রথম থেকেই বার বার চর্চার কেন্দ্রে উরফি জাভেদ। কটাক্ষ, উপহাস, বিদ্রুপ কম হয়নি তাঁকে নিয়ে। এমনকি, পোশাকের কারণে থানা-পুলিশ পর্যন্ত যেতে হয় তাঁকে। কিন্তু বিতর্কে দমে যাওয়ার পাত্রী নন তিনি। প্রতিদিনই ধরা দেন নিত্য নতুন পোশাকে।

Advertisement

এ বার যে পোশাক পরে তিনি সামনে এলেন, তার বর্ণনা দেওয়া মুশকিল। দেহের উপরের অংশে পোশাক নেই বললেই চলে। কারণ, লজ্জা নিবারণের জন্য স্তনযুগলটুকু আবৃত শামুকের খোলস বা চোঙের মতো একটি জিনিস দিয়ে। তার উপর রয়েছে সোনালি জরির কারুকাজ। এই পোশাকের ধরন অনেকটা যেন স্বর্গের উর্বশী, অপসরাদের মতো। কোমর থেকে নিম্মাংশ ঢাকা কালো এক টুকরো কাপড়ে।

কিছু দিন আগে নিজেই ময়লা ফেলার পলিথিন ব্যাগ দিয়ে ভিন্ন দু’টি পোশাক বানিয়ে ফেলেন। তা পরেই আসেন অনুরাগীদের মাঝে। বিতর্কের মাঝে তাঁর সৃজনশীলতার নজিরও পাওয়া যায় মাঝেমধ্যেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement