Wedding Gift Ideas

সামনে একাধিক বিয়েবাড়ি? অল্প খরচে প্রিয়জনের মন জয় করতে কী কী রাখতে পারেন উপহারের তালিকায়

উপহারের মধ্যে দিয়েই মানুষের রুচির যথার্থ পরিচয় মেলে। উপহারে থাকতে হবে ভাবনার ছোঁয়াও। বিয়ের মরসুমে ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে কোন কোন জিনিস থাকতে পারে আপনার পছন্দের তালিকায়, রইল তার সুলুকসন্ধান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১২:২৪
Share:

অল্প বাজেটেও দিতে পারেন মনের মতো উপহার, চাই শুধু ভাবনা। ছবি: শাটারস্টক।

বিয়ের মরসুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু বা সহকর্মী, বিয়ে যাঁরই হোক না কেন, কী উপহার দেবেন, সে এক বড় চিন্তার বিষয়। কার কী কী পছন্দ, কাকে কী ধরনের উপহার দেওয়া যাবে, সেই ভাবনা তো আছেই, তার উপর যদি মাসের শেষ হয় তা হলে তো পকেটের দিকটাও দেখতে হয় বইকি।

Advertisement

উপহারের মধ্যে দিয়েই মানুষের রুচির যথার্থ পরিচয় মেলে। উপহারে থাকতে হবে ভাবনার ছোঁয়াও। বিয়ের মরসুমে ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে কোন কোন জিনিস থাকতে পারে আপনার পছন্দের তালিকায়, রইল তার সুলুকসন্ধান।

দেওয়াল ঘড়ি: পকেটে টান আছে? এ ক্ষেত্রে ভাল উপহার দিতে হলে দেওয়াল ঘড়ি থাকতেই পারে আপনার পছন্দের তালিকায়। একটু ভিন্ন ধাঁচের দেওয়াল ঘড়ি উপহার দিয়ে মন জয় করুন প্রিয়জনের।

Advertisement

বিশেষ ভাবে বানানো উপহার: ইদানীং প্রিয়জনের ছবি দেওয়া কফি মগ, টি-শার্ট, ঘড়ি, কুশন, হ্যান্ডব্যাগ কিংবা ব্রেসলেটে তাঁদের নাম বা ছবি দিয়ে বিশেষ ভাবে বানানো যায়। কম খরচেও এই ধরনের উপহারের মধ্যে থাকে নতুনত্ব।

ল্যাম্পশেড: শীতকাল জুড়ে শহরের বিভিন্ন প্রান্তে মেলা চলছে। মেলায় খুব সুন্দর সুন্দর ল্যাম্প পাওয়া যায়। দাম চড়া বললেও একটু দরদাম করলেই সাধ্যের মধ্যে পেয়ে যাবেন পছন্দসই ল্যাম্পশেড।

পোর্ট্রেট ছবি: বন্ধু যদি হন শিল্পমনস্ক, তা হলে এই উপহার একেবারে আদর্শ। যুগলের একটি পোর্ট্রেট ছবি আঁকিয়ে নিতে পারেন কোনও শিল্পীকে দিয়ে। অফলাইন ও অনলাইন দুই ভাবেই করতে পারেন এটি। তবে উপহারটি আরও বেশি চমকপ্রদ করে তুলতে চাইলে পরিচিত কোনও শিল্পীকে দিয়ে আঁকিয়েই নিন পোর্ট্রেট। তার পরে বড় ফ্রেমে বাঁধিয়ে নিন সেটি। ব্যস! বন্ধুর বিয়ের উপহার তৈরি।

উপহারের ভাউচার: বলা যেতে পারে, বর্তমানে ব্যস্ত রুটিনে উপহার হিসাবে ভাউচারের চল বেশ বেড়েছে। যে কোনও ইকমার্স ওয়েবসাইটের বা ব্র্যান্ডের ভাউচার উপহার দিন। সুদৃশ্য খামে ভরে সেই উপহার কিন্তু প্রিয়জনের মন জয় করবেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement