Plastic

Plastic Pollution: দেশজুড়ে চলছে প্লাস্টিক বিরোধী কর্মসূচি! এর মাঝেই প্লাস্টিকের বিকল্প বানিয়ে চমক দুই ছাত্রের!

কচুরিপানা ও কলাগাছের আঁশ দিয়ে প্লাস্টিকের বিকল্প আবিষ্কার করলেন বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ১৪:২৮
Share:

দুলাল হোসেন এবং শিব্বির হোসেন। ছবি: প্রথম আলো।

পরিবেশ সুস্থ রাখা জরুরি। কমাতে হবে দূষণের মাত্রাও। সেই ভাবনা মাথায় রেখে প্লাস্টিকের বিকল্প তৈরি করলেন বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল প্রকৌশল বিভাগের দুই ছাত্র দুলাল হোসেন এবং শিব্বির হোসেন। কচুরিপানা ও কলাগাছের আঁশ ব্যবহার করেই পরিবেশবান্ধব জিনিসপত্র তৈরি করেন দুই ছাত্র। এই গবেষণার তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজহারুল ইসলাম। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমন আবিষ্কারের কথা প্রথম জানা যায়। এই গবেষণাটি সম্প্রতি ‘জার্নাল অব ক্লিনার প্রোডাকশন’-এ প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, জুলাই মাসের শুরু থেকে এ দেশে নিষিদ্ধ হয়েছে ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’-এর ব্যবহার। গত বছরই এই নিয়ম জারি করেছিল পরিবেশমন্ত্রক। এমনকি, ২ জুলাই থেকে এ রাজ্য জুড়ে ৭৫ মাইক্রোনের কম পাতলা প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বাঁচাতে দেশের কিছু কাফে এবং রেস্তোরাঁ প্লাস্টিকের বিনিময়ে গ্রাহকদের খাবার পরিবেশনও করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement