House Cleaning Tips

বাড়িতে ছারপোকার উপদ্রব বেড়েছে? রাসায়নিক ব্যবহার না করেই কী ভাবে করবেন মুশকিল আসান

ছারপোকা তাড়ানো বেশ কঠিন কাজ। কয়েকটি রাসায়নিক দিয়ে সহজেই এগুলোকে বিদায় করা যায়। তবে অনেকেই রাসায়নিক ব্যবহার করা পছন্দ করেন না। তাঁরা কী করবেন? রাসায়নিক ছাড়াই ছারপোকা তাড়ানো সম্ভব। কী ভাবে? জেনে নিন, সহজ উপায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ১৮:৫৮
Share:

রাসায়নিকের ব্যবহার ছাড়াই কী ভাবে ছারপোকার হাত থেকে মুক্তি পাবেন? ছবি: সংগৃহীত।

বাড়িতে এক বার ছারপোকা বাসা বাঁধলে, খুব সহজেই বংশবৃদ্ধি করে এরা। চট করে খুঁজেও পাওয়া যায় না এদের। তবে সুযোগ মতো এরা কামড়ে রক্ত খেয়ে নেয়। এই ছারপোকা তাড়ানো বেশ কঠিন কাজ। কয়েকটি রাসায়নিক দিয়ে সহজেই এগুলোকে বিদায় করা যায়। তবে অনেকেই রাসায়নিক ব্যবহার করা পছন্দ করেন না। তাঁরা কী করবেন? রাসায়নিক ছাড়াই ছারপোকা তাড়ানো সম্ভব। জেনে নিন, সহজ উপায়।

Advertisement

১) দেওয়াল থেকে বিছানা বা সোফা যতটা সম্ভব দূরে রাখুন। তাতে ছারপোকার উৎপাত কমবে। ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিন স্প্রে করতে পারেন। এতে ছারপোকা সহজেই পালাবে।

২) বাড়ির যত ফুটো-ফাটা আছে, সেগুলি আঠা বন্ধ করার ব্যবস্থা করুন। বিশেষ করে খাটের কাঠেও অনেক ফুটো থাকে। সেগুলি ভাল করে বন্ধ করে দিন। ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে করলে ছারপোকা মরে যাবে।

Advertisement

৩) যে ঘরে ছারপোকার উৎপাত হয়েছে, সেখানে ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল স্প্রে করলেও উপকার পাবেন। প্রাকৃতিক এই তেলের গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। দ্রুত এলাকা ছেড়ে পালায়।

৪) মনে রাখবেন, ঘর যত অপরিষ্কার থাকবে, তত ছারপোকার উৎপাত বাড়বে। তাই নিয়ম করে ঘর পরিষ্কার করুন। তাতেই এই পোকার আক্রমণ কমবে। আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।

৫) রাসায়নিকের গন্ধ একেবারেই সহ্য করতে পারেন না? তা হলে ন্যাপথলিন গুঁড়ো করে বিছানার চারপাশে দিয়ে রাখুন। ছারপোকা পালাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement