Diabetic Foot

ডায়াবিটিসের কারণে হাঁটার সমস্যা হলে জরুরি চিকিৎসা

ডায়াবিটিস আক্রান্তদের হাঁটাচলায় সমস্যা হলেই চিকিৎসার বার্তা দিলেন গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালের ‘পেরিফেরাল ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সায়েন্সেস’-এর চেয়ারম্যান, চিকিৎসক রাজীব পারেখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ০৬:২৯
Share:

—প্রতীকী চিত্র।

ডায়াবিটিসের কারণে পায়ে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। তাতে বাদও যেতে পারে ক্ষতিগ্রস্ত পা। তাই ডায়াবিটিস আক্রান্তদের হাঁটাচলায় সমস্যা হলেই চিকিৎসার বার্তা দিলেন গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালের ‘পেরিফেরাল ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সায়েন্সেস’-এর চেয়ারম্যান, চিকিৎসক রাজীব পারেখ।

Advertisement

শুক্রবার সাংবাদিক সম্মেলনে মেদান্ত মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের ওই চিকিৎসক বলেন, ‘‘ভারতে ডায়াবিটিসে আক্রান্তদের অন্তত ১০ শতাংশের ক্ষেত্রে পা বাদ যায়। যদিও ভাস্কুলার সার্জারির মাধ্যমে এই অঙ্গহানি আটকানো সম্ভব।’’ লেক টাউন ও আলিপুরে সপ্তাহে এক দিন ইউরোলজি, স্নায়ু-শল্য, লিভার প্রতিস্থাপন, বক্ষ রোগের বহির্বিভাগ চালু করেছে ওই হাসপাতাল। এ বার যুক্ত হচ্ছে ভাস্কুলার সার্জারিও। রাজীব জানান, ডায়াবিটিসে আক্রান্তদের হাঁটার সময়ে ব্যথা, চলার ক্ষমতা হ্রাসের সঙ্গে পায়ের ধমনীতে রক্ত জমাট বাঁধতে পারে। তাঁর মতে, সে ক্ষেত্রে পায়ের রক্ত সরবরাহকারী নালি পরীক্ষার প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement