বিদেশের দরজা খুলছে ভারতীয় পর্যটকদের জন্য। ছবি: সংগৃহীত
যাঁরা ভারত থেকে বিদেশে বেড়াতে যেতে চান, তাঁদের জন্য সুখবর। কানাডা, জার্মানি, মলদ্বীপের মতো দেশ দরজা খুলে দিচ্ছে ভারতীয় পর্যটকদের জন্য। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে বিমান।
করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট এবং টিকার শংসাপত্র থাকলে এখন ভারতীয় পর্যটকেরা কানাডায় প্রবেশ করতে পারবেন। এমনই জানানো হয়েছে সরকারি ভাবে।
কী কী বিষয় মনে রাখতে হবে কানাডায় যেতে হলে:
• টিকাকরণ সম্পূর্ণ হয়েছে এমন পর্যটকদের কানাডা পৌঁছে আর নিভৃতবাসে থাকতে নাও হতে পারে।
• কানাডা যে যে টিকাকে স্বীকৃতি দিয়েছে, টিকা হিসেবে শুধুমাত্র সেগুলিই গ্রাহ্য হবে।
• কানাডায় স্বীকৃত কোভিড টিকাগুলি হল: ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রা জেনেকা বা কোভিশিল্ড এবং জনসন অ্যান্ড জনসন।
এখন কোন কোন দেশে যেতে পারবেন ভারতীয় পর্যটকেরা?
একই রকম ভাবে জার্মানিও এ বার ভারতীয় পর্যটকদের সে দেশে যাওয়ার অুমতি দিচ্ছে। ডেল্টা প্রজাতির কারণে জার্মানি বেশ কয়েকটি দেশের পর্যটকদের উপর বিধিনিষেধ আরোপ করেছিল। ভারতের পাশাপাশি এই তালিকায় নাম ছিল ইংল্যান্ড, রাশিয়া, নেপাল, পর্তুগালের। সেই বিধিনিষেধ এ বার শিথিল হচ্ছে।
এশিয়ার মধ্যেও মলদ্বীপ এ বার সরাসরি বিমান চলাচলের অনুমতি দিচ্ছে ভারত থেকে। ইতিমধ্যেই দু’টি বিমান পরিষেবা সংস্থা জানিয়ে দিয়েছে, তার ভারত এবং মলদ্বীপের মধ্যে বিমান চালানো শুরু করবে।