শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার উদ্যোগে এক যুগান্তকারী ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা দেশ। ছবি- সংগৃহীত
রূপান্তরকামীদের দ্বারা পরিচালিত চায়ের দোকান চালু হল অসমের গুয়াহাটি রেল স্টেশনে। সৌজন্যে ভারতীয় রেল। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার উদ্যোগে এমন যুগান্তকারী ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা দেশ।
নিজেদের অধিকার নিয়ে ক্রমাগত লড়াই করে চলা রূপান্তরকামীরা কাজ চাইতে গেলে নানা ভাবে অপদস্থ হন। সরকারের তরফেও লিখিত ভাবে কোনও সংরক্ষণ নেই বিশেষ এই গোষ্ঠীর। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রূপান্তরকামীদের জীবনযুদ্ধের কথা কমবেশি সকলেই জানেন। আনন্দ বলেন, “অন্যান্য নানা ধরনের উন্নয়নমূলক কাজের মধ্যে এটি আমার ছোট্ট একটি পদক্ষেপ মাত্র।”
শুধু আনন্দই নয়, ইতিহাস সৃষ্টিকারী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটাগরিকরাও। সমাজমাধ্যমে এই ‘টি-স্টলের’ ছবি ছড়িয়ে পড়া মাত্রই মন্তব্যকারীরা জানিয়েছেন তাঁদের মতামত। একজন লিখছেন, “এমন উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়।” কেউ লিখছেন, “অন্যান্য সংস্থায় এঁদের জন্য আসন সংরক্ষণ করে রাখা উচিত।”