Gold Ornaments

Gold: সোনার বালা কালো হয়ে যাচ্ছে? রং ফেরাবেন কী ভাবে

অনেকেই বাড়িতে সাবান দিতে সোনার গয়না পরিষ্কার করেন। তাতে গয়নার গায়ে জমে থাকা ধুলো-ময়লা উঠে যেতে পারে সহজেই। কিন্তু সোনার ঔজ্জ্বল্য ধরে রাখতে পারে না সাবান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৭:৪৮
Share:

প্রতীকী ছবি।

কয়েক বছরের পুরনো হয়ে গেলেই দেখা যায় রং বদলাচ্ছে সোনার গয়না। কোনও সোনায় কালচে ভাব দেখা দেয়। কয়েকটি গয়না আবার হাল্কা লালচেও হয়ে যেতে পারে। অনেকেই কয়েক বছর অন্তর তাই গয়নার দোকানে নিয়ে গিয়ে সোনার জল করান। কিন্তু ঘরেও কিছুটা যত্নে রাখা যায় নিজের গয়না। যাতে সোনার কানের দুল, হার, বালার রং অনেক দিন পর্যন্ত ঝলমলে থাকে।

Advertisement

কী করতে হবে?

অনেকেই বাড়িতে সাবান দিতে সোনার গয়না পরিষ্কার করেন। তাতে গয়নার গায়ে জমে থাকা ধুলো-ময়লা উঠে যেতে পারে সহজেই। কিন্তু সোনার ঔজ্জ্বল্য ধরে রাখতে পারে না সাবান।

Advertisement

প্রতীকী ছবি।

তার মানে কি কোনও ঘরোয়া উপায় নেই?

অবশ্যই আছে। সাবানের পরিবর্তে রিঠা ব্যবহার করে দেখুন। দোকান থেকে কিছুটা রিঠা কিনে এনে তা আগুনে পুড়িয়ে নিন। তাতে রিঠা থেকে কষ বেরিয়ে আসবে। এ বার বেশ কিছুটা জলে সেই রিঠা ভিজিয়ে রাখতে হবে। সেই জলেই কিছুক্ষণ পরে নিজের সব গয়না ভিজিয়ে দিন। তার পরে গয়না ভেজানো জল আগুনে বসিয়ে সামান্য গরম করে নিন। তার পরে একটি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন নিজের গয়না। একেবারে নতুনের মতো ঝলমল করবে পছন্দের গলার হার, কানের দুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement