Monsoon Tips

বাসি বিরিয়ানি হোক কিংবা শুকনো বিস্কুট, বর্ষায় খাবার টাটকা রাখবেন কোন উপায়ে?

বর্ষায় রান্না করা খাবার তো বটেই, শুকনো খাবারও দ্রুত নষ্ট হয়ে যায়। খাবার শুকনো হোক কিংবা টাটকা— বর্ষায় খাবার ভাল রাখতে কোন দিকগুলিতে নজর দেবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ১৯:৫৩
Share:

বর্ষায় খাবার ভাল রাখতে কোন দিকগুলিতে নজর দেবেন? —প্রতীকী ছবি।

বর্ষায় শুধু শরীর নয়, টাটকা খাবারও খারাপ হয়ে যায়। এমনিতে বর্ষার মরসুমে শুকনো খাবার মিইয়ে যায়। শক্ত খাবার নরম হয়ে যায়। বর্ষার বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। ফলে ঘরের মধ্যে একটা ভ্যাপসা ভাব তৈরি হয়। সেই কারণে রান্না করা খাবার তো বটেই, শুকনো খাবারও দ্রুত নষ্ট হয়ে যায়। খাবার শুকনো হোক কিংবা টাটকা— বর্ষায় খাবার ভাল রাখতে কোন দিকগুলিতে নজর দেবেন?

Advertisement

সঠিক সংরক্ষণ

বর্ষায় খাবারের ঠিকঠাক সংরক্ষণ অত্যন্ত জরুরি। সঠিক জায়গায়, সঠিক নিয়ম মেনে না রাখলে খাবার নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তা ছাড়া এই সময় যেহেতু ব্যাক্টেরিয়া, ভাইরাসের আনাগোনা বাড়ে, ফলে খাবার ঠিক করে রাখতেই হবে। বিশেষ করে ফল, সব্জি, দুগ্ধজাত খাবার নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেগুলি সংরক্ষণে সতর্ক থাকা জরুরি।

Advertisement

খাবার ঠান্ডা করে ফ্রিজে তোলা

গরম খাবার কখনও ফ্রিজে তুলে রাখবেন না। তাতে খাবারের স্বাদ, গুণমান দুই-ই নষ্ট হয়ে যায়। রান্না করার পর খাবার ঘরের তাপমাত্রায় রাখুন। ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেলে তার পর ফ্রিজে ঢোকান। তা হলে খাবার দু-তিন দিন পর্যন্ত ভাল রাখতে পারবেন।

নিয়মিত ফ্রিজ পরিষ্কার করতে ভুলবেন না। ছবি: সংগৃহীত।

ফ্রিজ পরিষ্কার করা

নিয়মিত ফ্রিজ পরিষ্কার করতে ভুলবেন না। খাবার ভাল রাখতে ফ্রিজ ভরসা। তাই ফ্রিজের যত্নআত্তি করতেই হবে। ফ্রিজের ভিতরটা প্রতি দিন পরিষ্কার করতে পারলে ভাল। এতে ফ্রিজের গায়ে থাকা ময়লা, জীবাণু খাবারের সংস্পর্শে যেতে পারবে না।

খাবারে মেয়াদ শেষের তারিখ খেয়াল রাখুন

দোকান থেকে কেনা শুকনো খাবারের ক্ষেত্রে এই বিষয়টিতে নজর দিতে হবে। খাবারের প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে। সেটা দেখে নিন। মেয়াদ ফুরিয়ে যাওয়া খাবার বর্ষায় খেলে বেশি ভুগতে হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement