Car Driving Tips

রাতের রাস্তায় গাড়ি চালানোর সময় মেনে চলুন কিছু নিয়ম, দুর্ঘটনা এড়ানো যাবে সহজেই

গাড়ি চালানোর সময় চালককে রাস্তার সামনের দিকে চোখ রাখতে তো হবেই। এ ছাড়াও বেশ কয়েকটি দিকে বাড়তি নজর দিতে হবে। দুর্ঘটনা এড়াতে কী কী সতর্কতা অবলম্বন করতে

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:০৮
Share:

রাতের গাড়ি চালানোর সময় সাবধান থাকা জরুরি। ছবি: সংগৃহীত।

রাতের রাস্তায় গাড়ি চালাতে অনেকেই ভীষণ পছন্দ করেন। আলো-আঁধারি, তুলনায় ফাঁকা রাস্তায় নিজের রথ ছোটাতে মন্দ লাগার কথাও নয়। তবে রাতে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা জরুরি। অসতর্কতায় যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। গাড়ি চালানোর সময় চালককে রাস্তার সামনের দিকে চোখ রাখতে তো হবেই। এ ছাড়াও বেশ কয়েকটি দিকে বাড়তি নজর দিতে হবে। দুর্ঘটনা এড়াতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে?

Advertisement

১) গাড়ির হেডলাইট পরিষ্কার রাখতে হবে। হেডলাইটের উপর ধুলোর স্তর পড়ে যায়। সেই স্তর ভেদ করে আলো ঠিকঠাক বিচ্ছুরিত হতে পারে না। আলো কম থাকলে উল্টো দিক থেকে কোনও গাড়ি আসছে কি না, সেটা বোঝা মুশকিল হবে। তাই গাড়ির হেডলাইট পরিষ্কার করা জরুরি।

২) ‘ন্যাশনাল সেফটি কাউন্সিল’ জানাচ্ছে, রাতে জঙ্গল কিংবা মাঠের কাছাকাছি পথে গাড়ি চালানোর সময় জোরালো আলো জ্বালাতে হবে। নিভু আলোতে সামনে কী আছে, তা দেখা যায় না। ফলে অঘটন ঘটে যেতে পারে। ঝুঁকি না নেওয়াই শ্রেয়।

Advertisement

৩) উল্টো দিক থেকে আসা গা়ড়ির হেডলাইটের দিকে সরাসরি তাকাবেন না। তাতে চোখ ধাঁধিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সামনে থেকে গাড়ি আসতে দেখলেই দৃষ্টিটা একটু উপরে রাখুন। তাতে আলোর উপর সরাসরি চোখ পড়বে না।

৪) গাড়ির ভিতরেও কি বাহারি আলোর সাজ? তা হলে রাতে গাড়ি চালানোর সময় সেই আলোগুলি পারলে বন্ধ করে রাখুন। তাতে অন্ধকার রাস্তায় গাড়ি চালানো সহজ হবে। এতে চোখ অন্ধকারের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement