Relationship

দাম্পত্য সুখের রাখতে কী করা সবচেয়ে জরুরি

একে-অপরের কথা মন দিয়ে শোনা জরুরি, পরামর্শ মনোবিদদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ২০:৩৯
Share:

যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তো সঙ্গীকে? ফাইল চিত্র

দাম্পত্যে সুখ যাতে থাকে, তার জন্য অনেক পরামর্শই দেওয়া হয়। একে-অপরকে বুঝতে হবে। একে অপরের কথা ভাবতে হবে। এ সব কে না জানে! তা পালন করা যায় কি? সব সময়ে যায় না। তাই বলে কি সুখে থাকেন না সে সব দম্পতি, যাঁরা অন্য জনকে সম্পূর্ণ বুঝতে পারেন না? তেমনও নয়, বলছেন মনোবিদেরা। একটি সহজ পথের কথা উল্লেখ করছেন তাঁরাই। এতে শান্তি থাকবে সংসারে। ফলে সুখও আসবে।

Advertisement

দেশ-বিদেশের মনোবিদদের বক্তব্য, শুনতে হবে মন দিয়ে। অর্থাৎ, একে-অপরের কথায় মন দিতে হবে। তার মানেই সব কথা মানতে হবে, এমন নয়। তবে সঙ্গী কী বলতে চান, তা শোনা জরুরি। তার সঙ্গে একমত না হলে, তা জানানোও যায়। কিন্তু সঙ্গীকে বুঝতে দিতে হবে যে তিনি গুরুত্বপূর্ণ। এবং তাঁর বক্তব্যে গুরুত্ব দেওয়া হচ্ছে। তা হলেই একে-অপরের মধ্যে দূরত্ব কম তৈরি হবে। সুখ থাকবে সংসারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement