Weight Loss Tips

ওজন কমাতে হিমশিম খাচ্ছেন? জেনে নিন মেদ ঝরানোর কিছু সহজ ফন্দি

বেশ কিছু উপায় রয়েছে যাতে বেশি করে ক্যালোরি ঝরাতে পারেন আপনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৪:৪২
Share:

ঘরের কাজ করলেও কমতে পারে ওজন। ফাইল চিত্র

ওজন কমানোর পথটা খুব সহজ নয়। কখনও প্রত্যেক ১০ দিনে কমে যেতে পারে ওজন। আবার কখনও মাসের পর মাস একই ফল দেখাবে আপনার ওজন মাপার যন্ত্র। ভেঙে পড়বেন না। বেশ কিছু উপায় রয়েছে যাতে বেশি করে ক্যালোরি ঝরাতে পারেন আপনি। এবং সেটা সম্ভব রোজকার কাজ করার ফাঁকেই।

Advertisement

হেঁটে যান বাজারে

হয়তো করোনা কালে আপনি বেশির ভাগ জিনিস অনলাইনেই কিনছেন। তবুও যদি সপ্তাহে একদিন সব্জি বাজার করতে যান, তা হলে আর গাড়ি কিংবা রিকশা নেবেন না। হেঁটে যান এবং হেঁটেই ফিরুন।

Advertisement

বাড়ি পরিষ্কার করুন

২৫ মিনিট বাড়ির কাজ করলে ১০০ ক্যালোরি ঝরাতে পারেন! তাই নিয়মিত ঘর পরিষ্কার করা, শৌচাগার পরিষ্কার করা বা ঝুল ঝাড়ার মতো কাজ করলেও আপনি রোগা হতে পারেন।

মনের আনন্দে নাচুন

কথাটা শুনতে যতই অদ্ভুত মনে হোক, কারণটা খাঁটি। নাচ যে কার্ডিয়ো ব্যায়ামের অন্যতম সেরা উপায়, তা জানা কথা। নিজের বাড়ির শিশুটিকে নাচ শেখাতে পারেন, জুম্বা করতে পারেন ইউটিউব দেখে, কিংবা গান চালিয়ে এমনিই আপনি মনের আনন্দে নিজের মতো নাচতে পারেন। ক্যালোরি কমানোর এর চেয়ে মজাদার উপায় আর হয় না।

খাওয়ার পরে হাঁটা

রাতের খাওয়া একটু তাড়াতাড়ি সেরে নিন। ঘুম এবং রাতের খাওয়ার মাঝে অন্তত ২ ঘণ্টা বিরতি রাখা ভাল। তার পরে ছাদে হাঁটতে পারেন, কিংবা ফ্ল্যাটের কমপ্লেক্সের মধ্যে হাঁটতে পারেন। অথবা বাড়ির বারান্দাতেও পায়চারি করতে পারেন। হজমশক্তি বাড়াতেও এই ফন্দি দারুণ উপকারি।

ক্যালোরি ঝরুক বিছানাতেও

সঙ্গী যদি একই বাড়িতে থাকেন, তবে বিছানায় আরও একটু বেশি সময় কাটান। যৌন মিলনে লিপ্ত হলে শুধু আপনাদের দু’জনের সম্পর্কও মধুর হবে না, কমবে ওজনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement