অঞ্জলি দেওয়ার পর লুচি খাবেন, কিন্তু অম্বল হবে না? ছবি: সংগৃহীত।
বছরের যে কোনও সময়েই লুচি খান। কিন্তু বাঙালির কাছে অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর লুচি, ছোলার ডাল, আলুর দম খাওয়ার অনুভূতি আলাদা। তবে অম্বলের ভয়ে বহু দিন হল লুচি খান না। রক্তে কোলেস্টেরল, শর্করার মাত্রা বেশি থাকলে তেলে ভাজা জিনিস খেতে বারণ করেন পুষ্টিবিদেরা। আবার গ্লুটেন ইনটলারেন্ট হলে গমজাত খাবার খেতে বারণ করা হয়। কিন্তু বছরের একটা দিন লুচি খাবেন না, তা কি হয়? উপায় বাতলে দিয়েছেন পুষ্টিবিদেরাই। গমের আটা বা ময়দার বদলে লুচি বা পরোটা তৈরি করা যেতে পারে তিন রকম আটায়।
১) কুট্টু আটা
অ্যামিনো অ্যাসিড, প্রয়োজনীয় খনিজ এবং ফাইবারে ভরপুর এই আটা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। উপোসের পর ময়দার বদলে এই আটা দিয়ে তৈরি লুচি খেলে হজমেও সমস্যা হয় না। অম্বল, চোঁয়া ঢেকুর ওঠার সমস্যাও হবে না।
২) পানিফলের আটা
পানিফল থেকে তৈরি আটায় ক্যালোরির পরিমাণ অনেকটাই কম। তা ছাড়া পানিফলের আটা সম্পূর্ণ ভাবে গ্লুটেনমুক্ত। যাঁদের গমজাত খাবার খেলে সমস্যা হয়, তাঁরা পানিফলের আটা খেতেই পারেন।
৩) অমরন্থের আটা
এই আটায় রয়েছে ‘ফাইটোস্টেরল’, যা রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে এ সব আটা দিয়ে যে সব সময় রুটি বা লুচি বানিয়েই খেতে হবে, এমনটা নয়। অমরন্থ বা রাজগিরা আটা দিয়ে পরোটা, হালুয়া, দোসা, উপমা— সবই বানানো যায়।