IAS

Handsome IAS Officer: নেটমাধ্যমে ছবি দিতেই আসছে বিয়ের অসংখ্য প্রস্তাব! কে এই ‘সুদর্শন’ আইএএস অফিসার

ইনস্টাগ্রামে একটি ছবি দিতেই কার্যত ‘ভালবাসার অত্যাচারের’ শিকার হচ্ছেন আইএএস আধিকারিক আতহার আমির খান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৩:১২
Share:

কেউ কেউ বলছেন ইনিই সবচেয়ে ‘সুদর্শন আইএএস আধিকারিক’ ছবি: ইনস্টাগ্রাম

কেউ বলছেন, ‘দেশের সবচেয়ে সুদর্শন আইএএস অফিসার’। কেউ আবার নেটমাধ্যমেই দিচ্ছেন বিয়ের প্রস্তাব! ইনস্টাগ্রামে একটি ছবি দিতেই এ হেন ভালবাসার অত্যাচারের শিকার হচ্ছেন আইএএস আধিকারিক আতহার আমির খান।

Advertisement

ছবি: সংগৃহীত

কে এই আতহার আমির খান? বর্তমানে শ্রীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ও সিইও পদে কর্মরত আতহার ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান দখল করেছিলেন। বরাবরই মেধাবী বলে পরিচিত অনন্তনাগের বাসিন্দা এই আইএএস আধিকারিক, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে হিমাচলপ্রদেশের আইআইটি মাণ্ডি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন।

বর্তমানে বিবাহবিচ্ছিন্ন আতহার। কয়েক বছর আগে আর এক আইএএস আধিকারিক টিনা দাভির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আতহার যে বছর ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন, সে বছরই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন টিনাও। প্রশিক্ষণ চলার সময়েই প্রেম দু’জনের। তবে ২০১৮-তে বিবাহ হলেও বেশি দিন টেকেনি সেই বিয়ে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement