Winter Skin Care

হাতে সময় কম? বিয়েবাড়ি যাওয়ার আগে চট করে মুখে টান টান ভাব এনে দিতে পারে কফি-মধুর প্যাক

অফিস থেকে ফিরে সালোঁ থেকে সেজে আসতে গেলে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যেতে পারে। তাই বাড়ির তৈরি বিশেষ প্যাকেই মুখের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৯:০২
Share:

মধু এবং কফির ছোঁয়ায় ত্বকের সব সমস্যার কেল্লাফতে। ছবি: সংগৃহীত।

অফিস থেকে ফিরেই বন্ধুর বিয়েতে যেতে হবে। শরীর না চললেও বিয়েবাড়িতে যেতে গেলে একটু সাজগোজ করতেই হয়। শাড়ি না হয় একটা জড়িয়ে নিলেন। কিন্তু ধৈর্য ধরে মেকআপ করার মতো সময় নেই। সালোঁ থেকে সেজে আসতে গেলে আবার বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যেতে পারে। কিন্তু চটজলদিতে অনুজ্জ্বল, নিষ্প্রভ ত্বকে টান টান ভাব আনবেন কী করে? রূপটান শিল্পীরা বলছেন, বাড়িতে যদি মধু এবং কফি থাকে, তা হলে কেল্লাফতে। দুইয়ের মিশ্রণে ত্বক একেবারে ঝলমলিয়ে উঠবে।

Advertisement

উপকরণ:

মধু: ২ টেবিল চামচ

Advertisement

কফি: ২ চেবিল চামচ

পদ্ধতি:

১) প্রথমে একটি কাচের বাটিতে সম পরিমাণে কফি এবং মধু মিশিয়ে রাখুন।

২) কফির প্যাক মুখে মাখার আগে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন।

৩) এ বার মুখে কফি এবং মধু প্যাক মেখে নিন।

৪) খেয়াল রাখবেন যেন মুখের সর্বত্র সমান ভাবে ছড়িয়ে পড়ে।

৫) দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর, হালকা হাতে মুখে মাসাজ করতে থাকুন।

৬) মিনিট দশেক পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৭) শুকনো করে মুখ মুছে নিয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজ়ার মেখে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement