cats

বিড়াল জলে ভয় পায়, তবু গ্রীষ্মে পোষ্য বিড়ালকে স্নান করাবেন কেন?

বিড়াল নিজের গা নিজেই পরিষ্কার করতে পারে। দিনের বেশির ভাগ সময়টাই তারা গা চেটে পরিষ্কার করে কাটিয়ে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২১ ১৫:৩৩
Share:

স্নানের পর ওকে জড়িয়ে দিন মোটা তোয়ালে দিয়ে। ছবি: সংগৃহীত

বিড়াল জলে ভয় পায়। কিন্তু তার মানে কি বাড়ির পোষ্য বিড়ালকে কখনও স্নান রাবেন না? মোটেই তা নয়। গরমকালে বাড়ির বিড়ালকে অবশ্যই স্নান করানো দরকার। অন্তত মাসে একবার।

Advertisement

বিড়াল নিজের গা নিজেই পরিষ্কার করতে পারে। দিনের বেশির ভাগ সময়টাই তারা গা চেটে পরিষ্কার করে কাটিয়ে দেয়। কিন্তু তার পরেও গ্রীষ্মকালে তাদের ত্বকে জমা হয় অতিরিক্ত তেল। পুরনো চামড়ার গুঁড়োর সঙ্গে তা মিশে সংক্রমণ পর্যন্ত হতে পারে। বিশেষ করে যদি বাড়িতে বিদেশি প্রজাতির বিড়াল থাকে, যাদের লোম বেশি বড়— তাদের ক্ষেত্রে এই সমস্যা হয়। ভারতের গ্রীষ্মে তাদের স্নান করানো উচিত।

তবে পোষ্য বিড়ালকে স্নান করানোর আগে কয়েকটি বিষয় মনে রাখতে হবে:

Advertisement
  • বিড়ালকে স্নান করানোর জন্য কোনও খোলামেলা জায়গা বাছুন। বদ্ধ জায়গায় ওরা ভয় পেতে পারে।
  • প্রথমে থাবাগুলি ভেজাতে শুরু করুন। তার পরে সারা গায়ে জল দেবেন।
  • অবশ্যই হালকা গরম জল ব্যবহার করুন। ঠান্ডা জলে ওদের খুব কষ্ট হয়।
  • স্নান শেষে ওদের ভাল করে তোয়ালে দিয়ে মুড়ে দেবেন।
  • স্নানের আগে অবশ্যই ওদের নখ দেবেন। না হলে ভয় পেয়ে লাফালাফিতে দু’জনেরই চোট লাগতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement