Bank Note

Bank Note Photos: পরিবর্তনের পরিকল্পনা নেই, ব্যাঙ্ক নোটে ছবি বদলের জল্পনায় জল আরবিআই-এর

রবিবারই ছড়িয়েছিল ব্যাঙ্ক নোটের রূপবদলের গুঞ্জন। সোমবারই তার ইতি টানল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১৫:৩৭
Share:

এখনই বদলাচ্ছে না ব্যাঙ্ক নোট ছবি: সংগৃহীত

রবিবারই জল্পনা শোনা গিয়েছিল, টাকায় নাকি আসতে পারে বদল। ব্যাঙ্ক নোটে গাঁধীজি ছাড়াও জায়গা পেতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। এই জল্পনার মধ্যেই সোমবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিল, এখনই নোটে বদল আনার কোনও পরিকল্পনা নেই তাদের। এমনটাই খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে।

Advertisement

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই ব্যাঙ্ক নোটে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবি ব্যবহার করা নিয়ে আলোচনা শুরু করেছে বলে খবর শোনা গিয়েছিল রবিবার। কিছুটা আমেরিকার ধাঁচে এক একটি নোটে এক এক মনীষীর ছবি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে বলেও শোনা গিয়েছিল। সোমবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এই ধরনের কোনও প্রস্তাব তারা দেয়নি। ফলে নোটের রূপ বদলের জল্পনায় আপাতত ইতি পড়ল বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement