Bank Note

Bank Note Pictures: গাঁধীজির একার ‘রাজত্ব’ শেষ? রবীন্দ্রনাথ এবং কালামের ছবিও ছাপার ভাবনাচিন্তা ব্যাঙ্কনোটে

বিষয়টি নিয়ে ‘সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়া’র সঙ্গে ইতিমধ্যেই আরবিআই-এর একপ্রস্থ কথাবার্তা হয়ে গিয়েছে বলে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৫:৪১
Share:

টাকায় এ বার কালাম, রবীন্দ্রনাথ? গ্রাফিক: সনৎ সিংহ

রূপবদল হতে পারে ব্যাঙ্কনোটের। শুধু মহাত্মা গাঁধী নন, এ বার টাকায় দেখা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালামের ছবিও। এমনটাই খবর রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে।

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই ব্যাঙ্কনোটে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ব্যবহার করা নিয়ে আলোচনা শুরু করেছে বলে খবর। তবে সব নোট থেকেই সরিয়ে ফেলা হচ্ছে না গাঁধীজির ছবি। কিছুটা আমেরিকার ধাঁচে এক একটি নোটে এক এক মনীষীর ছবি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে বলে খবর।

বিষয়টি নিয়ে ‘সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়া’র সঙ্গে ইতিমধ্যেই আরবিআই-এর একপ্রস্থ কথাবার্তা হয়ে গিয়েছে বলে খবর। রবীন্দ্রনাথ ও কালামের ছবি দেওয়া দুই ধরনের নোটের কপি দিল্লি আইআইটির এমেরেটাস অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে পাঠানো হয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। শেষ পর্যন্ত কোন নোটটি বেছে নেওয়া হবে, তার দায়িত্ব দেওয়া হতে পারে তাঁর উপরেই।

Advertisement


সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement