COVID 19

Cycling During Covid: করোনাকালে বেড়েছে সাইকেলের ব্যবহার, ভবিষ্যতের পথ মসৃণ করতে ভরসা দিচ্ছে দু’চাকাই

শুধু মুম্বই নয়, এই ছবি দেশের বেশির ভাগ বড় শহরেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১১:১২
Share:

বাড়ছে সাইকেলের ব্যবহার। ছবি: সংগৃহীত

কোভিডের কারণে রোজকার জীবনে অনেক বদল এসেছে। তেমনই বিস্তর বদল এসেছে রাস্তাতেও। মুম্বইয়ের মতো ব্যস্ত শহরের রাস্তায় বেড়েছে সাইকেলের ব্যবহার। শুধু মুম্বই নয়, এই ছবি দেশের বেশির ভাগ বড় শহরেই।

Advertisement

কেন অতিমারির সময়ে সাইকেলের ব্যবহার এতটা বেড়েছে গোটা দেশ জুড়ে? ‘ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল অব ইন্ডিয়া’ বা ‘ইইপিসি ইন্ডিয়া’র বাইসাইকেল প্যানেল আহ্বায়ক প্রদীপ অগ্রবাল মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। সেগুলি হল—

১। বাইসাইকেল ব্যবহার করলে কিছুটা শরীরচর্চা হয়ে যায়

Advertisement

২। পরিবেশের জন্য ভাল

৩। সবচেয়ে বড় কারণ এর ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা সহজ

প্রদীপের দাবি, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সাইকেলের ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া উচিত। সেই অগ্রাধিকার দেওয়ার রূপরেখা কেমন হবে? তারও একটা ধারণা দিয়েছেন তিনি। তাঁর মতে—

১। শহরের রাস্তায় বাইসাইকেলের আলাদা লেন করা উচিত। এবং শহরের মধ্যে গাড়ির গতির ঊর্ধ্বসীমা ৩০ কিলোমিটারে বেঁধে দেওয়া উচিত।

২। গ্রীষ্মে সাইকেল চালানো কষ্টকর। তখন ইলেকট্রনিক বাইসাইকেল ব্যবহার করলে শক্তি বাঁচবে। এ ধরনের সাইকেল বাজারে বেশি করে আনা উচিত।

৩। প্রতিটি পেট্রল পাম্পে সাইকেল সারানোর ব্যবস্থা থাকা উচিত। এতে সাইকেল বিগড়ে যাওয়া নিয়ে মানুষের দুশ্চিন্তা কমবে।

৪। চিড়িয়াখানা, প্রত্নতাত্ত্বিক জায়গাগুলিতে সাইকেল ভাড়া দেওয়ার ব্যবস্থা করা উচিত।

লকডাউন এমনিতেই সাইকেলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। একে কোনও ভাবেই কমানো উচিত নয়। বরং এই অভ্যাসকে উৎসাহ দিলে সার্বিক ভাবে মানুষ এবং প্রকৃতির উন্নতি হবে বলেই আশা প্রদীপের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement