Gold Jewelry Cleaning

লকারে রেখে সোনার গয়নাগুলিতে কালচে ছোপ পড়েছে? অল্প সময়ে কী ভাবে জেল্লা ফেরাবেন?

অনেকেই বাড়িতে সাবান দিতে সোনার গয়না পরিষ্কার করেন। তাতে গয়নার গায়ে জমে থাকা ধুলো-ময়লা উঠে যেতে পারে সহজেই। কিন্তু সোনার ঔজ্জ্বল্য ধরে রাখতে পারে না সাবান। তা হলে উপায়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৮:২৬
Share:

সোনার গয়নার জেল্লা ফেরাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

বিয়েতে শখ করে সোনার গয়না কেনেন মেয়েরা। কারও পছন্দ চোকার নেকলেস, কেউ আবার বাছাই করে কিনেছিলেন সীতাহার। হাতের বালা, চূড় তো আছেই। তবে বিয়ের পর সাধের গয়নাগুলির ঠিকানা আলমারি কিংবা ব্যাঙ্কের লকার। রোজ গলায় বড়জোর একটি পাতলা চেন আর কানে ছোট্ট দুলেই দিব্যি চলে যায়। অনেকেই ইদানীং সোনার গয়নার পরিবর্তে হিরের গয়না রোজের ব্যবহারের জন্য পরতে পছন্দ করছেন।

Advertisement

সামনেই বাড়িতে বিয়েবাড়ি। অন্য সময় না হলেও বিয়েবাড়িতে একটু সোনার গয়না না পরলে ঠিক চলে না। আলমারি খুলে গয়নাগুলি বার করতেই কপালে হাত! সাধের গয়নাগুলি কেমন যেন কালো লাগছে! দীর্ঘ দিন লকারে থেকেই এই হাল হয়েছে গয়নাগুলির। এখন উপায়? অনেকেই বাড়িতে সাবান দিতে সোনার গয়না পরিষ্কার করেন। তাতে গয়নার গায়ে জমে থাকা ধুলো-ময়লা উঠে যেতে পারে সহজেই। কিন্তু সোনার ঔজ্জ্বল্য ধরে রাখতে পারে না সাবান।

কী ভাবে ফিরবে সোনার গয়নার জেল্লা?

Advertisement

১) সাবানের পরিবর্তে রিঠা ব্যবহার করে দেখুন। দোকান থেকে কিছুটা রিঠা কিনে এনে তা আগুনে পুড়িয়ে নিন। তাতে রিঠা থেকে কষ বেরিয়ে আসবে। এ বার বেশ কিছুটা জলে সেই রিঠা ভিজিয়ে রাখতে হবে। সেই জলেই কিছু ক্ষণ পরে নিজের সব গয়না ভিজিয়ে দিন। তার পরে গয়না ভেজানো জল আগুনে বসিয়ে সামান্য গরম করে নিন। তার পরে একটি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন নিজের গয়না। একেবারে নতুনের মতো ঝলমল করবে পছন্দের গলার হার, কানের দুল।

২) এ ছাড়াও সোনার গয়না পরিষ্কার করতে হলুদও ব্যবহার করতে পারেন। ফুটন্ত জলে বেকিং সোডা দিয়ে সোনার গয়নাগুলি মিনিটখানেক ফুটিয়ে নিন। এ বার একটি পাত্রে দু’চামচ হলুদ নিয়ে সামান্য জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার মিশ্রণটি সোনার গয়নার গায়ে মাখিয়ে নিয়ে মিনিট পাঁচেক পর ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করে নিন। ঠান্ডা জল ধুয়ে ভাল করে শুকনো করে নিলেই চকচকে হয়ে যাবে সোনার গয়না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement