Legalisation of Same Sex Marriage

সমলিঙ্গ বিবাহ আইনি স্বীকৃতি পেল তাইল্যান্ডে, কবে থেকে কার্যকর হচ্ছে আইন? আর কোন দেশে স্বীকৃত?

তাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ যারা সমলিঙ্গ বিবাহকে আইনি তকমা দেওয়ার ব্যাপারে পথ দেখাল বাকিদের। মঙ্গলবার তাইল্যান্ডের রাজা মহা বাজিরালঙ্কর্ন ম্যারেজ ইক্যুয়ালিটি বিলে স্বাক্ষর করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৬
Share:

—ফাইল চিত্র।

সম্পর্কে আবদ্ধ দু’টি মানুষ, তাঁরা সমলিঙ্গের হলেও, আইনত একসঙ্গে ঘর বাঁধতে পারেন। বিয়ে করতে পারেন। ঠিক যেমন এক জন পুরুষ এবং নারী পারেন, তেমনই ভাবেই। রূপান্তরকামীদের এই দাবিকে মেনে নিল তাইল্যান্ড। সমলিঙ্গ বিবাহকে আইনি তকমা দিল সে দেশের প্রশাসন।

Advertisement

সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি চেয়ে রূপান্তরকামীদের আন্দোলন চলছে পৃথিবী জুড়ে। প্রথম বিশ্বের কিছু দেশ ওই স্বীকৃতি দিলেও অনেক দেশই এ ব্যাপারে আইনি পদক্ষেপ করতে পারেনি। ভারতের সুপ্রিম কোর্টও সমলিঙ্গ বিবাহে আইনি স্বীকৃতি দেয়নি। তাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ, যারা সমলিঙ্গ বিবাহকে আইনি তকমা দেওয়ার ব্যাপারে পথ দেখাল বাকিদের।

প্রথম বিশ্বের দেশ সমলিঙ্গ বিবাহে আইনি স্বীকৃতি দিলেও বহু দেশই এখনও আইনি পদক্ষেপ করতে পারেনি। —ফাইল চিত্র

মঙ্গলবার তাইল্যান্ডের রাজা মহা বাজিরালঙ্কর্ন ম্যারেজ ইক্যুয়ালিটি বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন। সমলিঙ্গ বিবাহ নিয়ে তাইল্যান্ডের রূপান্তরকামীদের দীর্ঘ আন্দোলনের পর জুন মাসেই ওই সংক্রান্ত বিল পাশ হয়েছিল সে দেশের সেনেটে। সেই খবর প্রকাশিত হয়েছিল তাইল্যান্ডের রয়্যাল গেজ়েটেও। অবশেষে প্রায় আড়াই মাস পরে খাতায়কলমে আইনি স্বীকৃতি পেল সেই বিল। তবে সমলিঙ্গ বিবাহ আইন কার্যকর হতে সময় লাগবে আরও কয়েক মাস। তাইল্যান্ড প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে ওই বিল কার্যকর হবে।

Advertisement

প্রথম সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি দিয়েছিল নেদারল্যান্ডস। ২০০১ সালে। পরে সমলিঙ্গ বিবাহে আইনি শিলমোহর দিয়েছে আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্সের মতো প্রথম বিশ্বের দেশগুলি। তবে এর বাইরে তৃতীয় বিশ্বের কিছু দেশেও এই ধরনের বিয়ে আইনি স্বীকৃতি পেয়েছে।

নেপাল

প্রথমেই বলা দরকার নেপালের কথা। এশিয়ার যে সমস্ত দেশ প্রথম দিকেই সমলিঙ্গে বিয়েকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে অন্যতম নেপাল। ২০২৩ সালের নভেম্বরে সমলিঙ্গে বিবাহ আইনি স্বীকৃতি পায় ভারতের সীমান্ত ঘেঁষা নেপালে। ওই সিদ্ধান্ত নেপালকে রূপান্তরকামীদের নিয়ে অন্যতম উন্নত ভাবনার দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে।

দক্ষিণ আফ্রিকা

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় আইনি শিলমোহর পায় সমলিঙ্গ বিয়ে। আফ্রিকার এই একটি মাত্র দেশেই আপাতত সমলিঙ্গ বিবাহ স্বীকৃত।

প্রথম সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি দিয়েছিল নেদারল্যান্ডস। ২০০১ সালে। —ফাইল চিত্র

আর্জেন্টিনা

লাতিন আমেরিকায় প্রথম দেশ, যারা সমলিঙ্গ বিবাহে আইনি তকমা দেয়। ২০১০ সালে ওই সিদ্ধান্ত নিয়েছিল ফুটবলপ্রেমী দেশ। বিয়ে তো বটেই, বিয়ের পরে দম্পতির যাবতীয় আইনি অধিকারও তারা দিয়েছিল আইনে।

জার্মানি

২০১৭ সালে জার্মানি মান্যতা দেয় সমলিঙ্গে বিয়েকে। বিয়ের পাশাপাশি সমলিঙ্গে বিবাহিত দম্পতিকে সন্তান দত্তক নেওয়ার অধিকারও দেয় ওই দেশ।

তাইওয়ান

সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেওয়া এশিয়ার প্রথম দেশ হল তাইওয়ান। দীর্ঘ আইনি যুদ্ধের পরে ২০১৯ সালে তারা সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দেয়।

মেক্সিকো

মেক্সিকোয় রূপান্তরকামীদের আন্দোলন চলছিল বহু দিন ধরে। শেষ পর্যন্ত তারা সমলিঙ্গে বিয়েকে স্বীকৃতি দেয় ২০২২ সালে।

এ ছাড়া বেলজিয়াম, স্পেন, গ্রিস, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, পর্তুগাল, ডেনমার্ক, সুইৎজ়ারল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, চিলি, কলাম্বিয়া, কোস্টারিকা, ইক্যুয়েডর, কিউবাতেও সমলিঙ্গ বিবাহ স্বীকৃত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement