সাংসারিক অনেক টুকিটাকিতেই মুশকিল আসান আপনার টয়লেটে থাকা টুথপেস্ট
দাঁতের যত্ন নেওয়া ছাড়াও আরও হাজারো কাজে লাগে টুথপেস্ট। সাংসারিক অনেক টুকিটাকিতেই মুশকিল আসান আপনার টয়লেটে থাকা টুথপেস্ট। দেখুন, দাঁত মাজা ছাড়া আর কোন কোন সময়ে আপনি টুথপেস্টের টিউবে হাত দিতে পারেন।
• একটুখানি টুথপেস্ট নিয়ে স্নিকার্স বা চামড়ার জুতোয় লাগান। তারপর শুকনো কাপড় দিয়ে ঘষে মুছে নিন। নতুনের মতো চকচক করবে আপনার বহু ব্যবহৃত জুতো।
• বাচ্চার বোতলে দুধের গন্ধ হয়ে গিয়েছে? বোতল সাফ করার ব্রাশে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করুন ফিডিং বটল। তারপর ভাল করে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। দুধের গন্ধ দূর হবে। পাশাপাশি রিফ্রেশিং ভাবও আসবে।
• জেল বেসড নয় অথচ রঙিন, এমন টুথপেস্ট রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে রাখুন ব্রণর উপরে। সকালে উঠে দেখবেন ব্রণর লালভাব বা তীব্রতা কমে গিয়েছে। তবে আপনার ত্বক স্পর্শকাতর হলে এই টোটকা অনুসরণ না করাই ভাল।
প্রিয় কাপ বা মাগ থেকে চা বা কফির বেয়াড়া দাগ উঠতে চাইছে না?
• বাচ্চার আঁকিবুকিতে আপনার ঘরের দেওয়াল ভরে গিয়েছে? নরম কাপড় বা ব্রাশে নন-জেল টুথপেস্ট লাগিয়ে দেওয়ালের চিত্রিত জায়গায় লাগান। তারপর শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন।
• প্রিয় কাপ বা মাগ থেকে চা বা কফির বেয়াড়া দাগ উঠতে চাইছে না? কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। মনে হবে, সদ্য দোকান থেকে কিনে আনলেন।
নরম কাপড় বা ব্রাশে নন-জেল টুথপেস্ট লাগিয়ে দেওয়ালের চিত্রিত জায়গায় লাগান
• পুরনো নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগান। তারপর তা দিয়ে ধীরে ধীরে ঘষুন রুপোর গয়না। এরপর পাতলা কাপড় দিয়ে আলতো করে মুছে পরিষ্কার করে নিন।
• আপনার কাঠের টেবিলে কোনও অতিথি কোস্টার ব্যবহার করতে ভুলে গিয়েছেন? সাধের টেবিলে ধরে গিয়েছে জলের ছোপ? মন খারাপ করবেন না। নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে টেবিলের উপরে ওই জলের ছোপের উপরে বৃত্তাকারে লাগান। তারপর মুছে নিন ভিজে কাপড় দিয়ে। শুকিয়ে ফার্নিচার পলিশ দিয়ে টাচ আপ করে নিন।
• বাথরুমের ওয়াশ বেসিন বা রান্নাঘরে সিঙ্ক পরিষ্কারের জন্যেও টুথপেস্ট কার্যকর। স্পঞ্জে মাজন লাগিয়ে বেসিন ও সিঙ্কে ঘষে নিন। তারপর পরিষ্কার করে ফেলুন। নোংরা দাগ উঠে গিয়ে পরিষ্কারও হবে। আবার দুর্গন্ধও চলে যাবে।
• বাথরুমের আয়নায় জলের দাগ লেগে পাতলা আস্তরণ পড়ে গিয়েছে? পরিষ্কার করুন মাজন দিয়ে।
• আপনার আঙুল বা আয়নায় কোথাও কি লিপস্টিক, মাস্কারার দাগ লেগে গিয়েছে? সে ক্ষেত্রেও আপনার মুশকিল আসান হবে টুথপেস্ট-ই।
টুথপেস্ট লাগিয়ে ধীরে ধীরে ঘষুন রুপোর গয়না
• রান্না করার পরে কিছুতেই হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ যাচ্ছে না? কয়েক ফোঁটা টুথপেস্ট লাগিয়ে ভাল করে ঘষে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। মুহূর্তে দুর্গন্ধ দূর হয়ে যাবে।
• শখের কার্পেট থেকে পুরনো দাগ যাচ্ছে না কিছুতেই? সেই অংশে স্পঞ্জ দিয়ে লাগিয়ে রাখুন টুথপেস্ট। তারপর পরিষ্কার করে নিন ভেজা কাপড় দিয়ে। তারপর শুকিয়ে নিন। এতে দাগ উঠল। আবার আপনার গালিচা ভালও থাকল।
তাই, আপনার টুথপেস্টকে শুধু দাঁতের রক্ষক ভাববেন না। চিনে নিন এর মাল্টিটাস্কিং রূপকেও।
(ছবি:শাটারস্টক)
আরও পড়ুন:ওজন কমানো থেকে অকালপক্বতা রোধ, আপনার হাজারো সমস্যার সমাধান লুকিয়ে এই একটি মশলায়
আরও পড়ুন: বাচ্চার উচ্চতা নিয়ে চিন্তিত? ডায়েটে রাখুন এই খাবারগুলি