অচেনা মহিলার ভিডিয়ো কল ধরেই বিপত্তি! ছবি: শাটারস্টক।
হোয়াট্সঅ্যাপের প্রতারণার ফাঁদে পড়ে এ বার লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ৩২ বছর বয়সি সুরাতের যুবক। ১৩ আগস্ট ফেসবুকে পূজা শর্মার কাছ থেকে বন্ধুত্বের অনুরোধ আসে যুবকের কাছে। সেই বন্ধুত্বের ফাঁদে পড়েই শেষমেশ বিপাকে পড়লেন যুবক।
ফেসবুকে বন্ধুত্বের পর একে অপরের সঙ্গে ফোনেও কথা বলতে শুরু করেন দু’জনে। পরের দিনই পূজা সেই যুবককে নগ্ন অবস্থায় ভিডিয়ো কল করেন। পূজা ওই যুবককেও নগ্ন হতে অনুরোধ করেন। পূজার অনুরোধে সাড়া দেন যুবক। যুবক নগ্ন হওয়ার কিছু ক্ষণের মধ্যেই ভিডিয়ো কলটি কেটে যায়। খানিক ক্ষণ পরেই অন্য একটি ফোন নম্বর থেকে পুজার সঙ্গে তাঁর পোশাকহীন ভিডিয়োটি পাঠানো হয় যুবকের ফোনে। সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চাওয়া হয় যুবকের কাছে।
যুবক প্রথমে টাকা দিতে অসম্মত হন। প্রতারকদের বলেন, তিনি পুলিশের কাছে যাবেন। পরের দিনই পুলিশের পোশাক পরে এক ব্যক্তি যুবককে ভিডিয়ো কল করেন, তিনি নিজের পরিচয় দেন ডিএসপি সুনীল দুবে নামে। সুনীল ওই যুবককে বলেন প্রতারকদের টাকা দিয়ে দিতে। এক বার ভিডিয়ো ছড়িয়ে গেলে পুলিশেরও কিছু করার থাকবে না বলে যুবককে ভয় দেখান ভুয়ো পুলিশ অফিসার সুনীল। যুবক শেষে প্রতারকদের ৫ লক্ষ ৬৫ হাজার টাকা পাঠান। তবে দিন দিন প্রতারকদের টাকার চাহিদা বেড়ে যাওয়ায় শেষে সাইবার সেলে অভিযোগ দায়ের করেন যুবক। তথ্যপ্রযুক্তি আইনের অধীনে যুবকের অভিযোগ নথিভুক্ত করে পুলিশ। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।