Viagra

Viagra: মানুষের ভায়াগ্রা কুকুরকেও চাঙ্গা করবে, রোগ নিরাময়ের নতুন দাবি গবেষণায়

গবেষণাটি করেছে আমেরিকার ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ অব ভেটেরিনারি মেডিসিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ১৫:৪৫
Share:

প্রতীকী চিত্র।

ভায়াগ্রা। মানুষের যৌন শক্তিবর্ধক এই ওষুধের নাম পরিচিত। কিন্তু সেই ওষুধ নাকি কুকুরের চিকিৎসাতেও খুবই কার্যকর হয়ে উঠতে পারে। এমনই দাবি করা হয়েছে এক সাম্প্রতিক গবেষণায়। বলা হচ্ছে, কুকুরের কিছু অসুস্থতার ক্ষেত্রে নিরাময়ের মাধ্যম হয়ে উঠতে পারে ব্র্যান্ড ভায়াগ্রার মূল উপাদান। যার বর্গীয় নাম (জেনেরিক নেম) সিলডেনাফিল।

Advertisement

গবেষণাটি করেছে আমেরিকার ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ অব ভেটেরিনারি মেডিসিন। সম্প্রতি আমেরিকান জার্নাল অব ভেটেরিনারি রিসার্চে এই সংক্রান্ত গবেষণার কথা প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, মেগাসোফেগাস (megaesophagus) নামে কুকুরের একটি অসুখে নিরাময়ের উপায় হয়ে উঠতে পারে সিলডেনাফিল। এই অসুখে ভোগা কুকুরের খাওয়া দাওয়ার মারাত্মক সমস্যা দেখা দেয়। খাবার পাকস্থলীতে পৌঁছতেই পারে না। এমন অসুখে ভোগা কুকুরদের সুস্থ করার জন্য ভায়াগ্রা গোত্রের ওষুধ অনেকটাই কাজে আসবে বলে দাবি করা হয়েছে ওই গবেষণাপত্রে। একই সঙ্গে বলা হয়েছে সময়ে চিকিৎসা না হলে মেগাসোফেগাস আক্রান্ত কুকুরের ফুসফুসে সংক্রমণ হতে পারে। ভুগতে পারে নিউমোনিয়ার মতো অসুখে।

ওই গবেষণায় যুক্তদের অন্যতম জিলিয়ান হ্যাইনেস জানিয়েছেন, এখন এই ধরনের সমস্যায় ভোগা কুকুরের ক্ষেত্রে চিকিৎসায় বিশেষ সাফল্য পাওয়া যায় না। অনেক সময়েই চিকিৎসা শুরুর আট মাসের মধ্যে মৃত্যু হয়। আসলে এই অসুখের সে ভাবে কোনও ওষুধই নেই। একই সঙ্গে দাবি করা হয়েছে, সিডেনাফিল ব্যবহার করে সেই ভয় থেকে মুক্তি মিলতে পারে বলে গবেষণায় দেখা গিয়েছে। গবেষণার সময়ে এই ওষুধ প্রয়োগ করে ২০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে মেগাসোফেগাসে আক্রান্ত কুকুরের শরীরে তা কাজ করছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, এই গবেষণা অনেক কুকুরের ক্ষেত্রে জীবনদায়ী হয়ে উঠতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement