Starbucks

হঠাৎ রেস্তরাঁয় হাজির স্টারবাক্সের কর্তা! ফিল্টার কফি আর দোসার প্রশংসা করলেন দরাজ গলায়

‘গ্লোবাল ইনভেস্টর্স মিট ২০২২’-এ যোগ দিতে বেঙ্গালুরু এসেছিলেন জেভ। অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় কিছু খাবার চেখে দেখার ইচ্ছা প্রকাশ করেন। খোঁজ নিয়ে পৌঁছে যান ‘বিদ্যার্থী ভবনে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ১৩:১৪
Share:

বেঙ্গালুরুর ওই খাবারের দোকানে কেন হঠাৎ হাজির হলেন স্টারবাক্স-কর্তা? ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুর একটি রেস্তরাঁ ‘বিদ্যার্থী ভবন’ সম্প্রতি আলোচনার শিরোনামে উঠে এসেছে। কারণ, চলতি সপ্তাহে ওই রেস্তরাঁয় এসেছিলেন স্টারবাক্সের সহ-প্রতিষ্ঠতা জেভ সিগল। শুধু এসেছিলেন তা নয়, ওই দোকানের কফি এবং খাবারও চেখে দেখেছেন তিনি। বেঙ্গালুরুর ওই খাবারের দোকানে কেন হঠাৎ হাজির হলেন স্টারবাক্স-কর্তা?

Advertisement

আসলে ‘গ্লোবাল ইনভেস্টর্স মিট ২০২২’-এ যোগ দিতে বেঙ্গালুরু এসেছিলেন জেভ। অনুষ্ঠানের শেষে তিনি স্থানীয় কিছু খাবার চেখে দেখার ইচ্ছা প্রকাশ করেন। খোঁজখবর নিয়ে তিনি শেষ পর্যন্ত বিদ্যার্থী ভবনে যাওয়া মনস্থির করেন। বেঙ্গালুরুর অনেক দিনের পুরনো এবং প্রসিদ্ধ এই রেস্তরাঁ। ১৯৪৩ সাল নাগাদ ছাত্রদের জন্য তৈরি হয়েছিল। তার পর থেকে ক্রমশ এর জনপ্রিয়তা বাড়তে থাকে। যত নামডাকই হোক স্টারবাক্সের মালিককে হাতের নাগালে পেয়ে স্বভাবতই বিস্মিত ওই রেস্তরাঁ কর্তৃপক্ষ।

‘গ্লোবাল ইনভেস্টর্স মিট ২০২২’-এ যোগ দিতে বেঙ্গালুরু এসেছিলেন জেভ। ছবি: সংগৃহীত

রেস্তরাঁর মালিক জানিয়েছেন, স্টারবাক্সের কর্তাকে নিজেদের রেস্তরাঁর ফিল্টার কফি খাওয়ানোর আগে বেশ বুক ঢিপ ঢিপ করছিল। তবে শুধু কফি নয়, সঙ্গে ছিল মশলা দোসাও। সব কিছুই নাকি চেটেপুটে খেয়েছিলেন জেভ। ফিল্টার কফির প্রশংসাও করেছিলেন তিনি। বিশ্বের অন্যতম ফুড চেইন সংস্থার কর্তার মুখে নিজেদের রেস্তরাঁর ফিল্টার কফির প্রশংসা শুনে যারপরনাই আনন্দিত তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement