— প্রতীকী চিত্র।
চলতি বছরের সেপ্টেম্বর মাসেই অ্যাপল আইফোন আনতে চলেছে তাদের নতুন অপারেটিং সিস্টেম সফ্টঅয়্যার আইওএস ১৭। কিন্তু মুশকিল হল এই নতুন সফ্টঅয়্যারটি আইফোনের সব ক’টি মডেলের জন্য নয়। আইফোনের বিটা ডেভেলপার ব্যবহারকারীদের ফোনে নতুন এই সুবিধা পাওয়া যাবে। কিছু দিনের মধ্যেই বাজারে আসতে চলেছে আইফোন ১৫। সুতরাং এই মডেলে সব রকম সুবিধাই থাকবে। এখন প্রশ্ন হল আইফোনের কোন কোন মডেলে এই সুবিধা পাওয়া যাবে না? সংস্থার তরফে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে।
অ্যাপল আইফোনের কোন কোন মডেলে নতুন সফ্টঅয়্যার আইওএস ১৭-এর নতুন আপডেট পাওয়া যাবে না, রইল সেই তালিকা:
১) আইফোন এক্সএস
২) আইফোন এক্সএস ম্যাক্স
৩) আইফোন এক্স আর
৪) আইফোন ১১
৫) আইফোন ১১ প্রো
৬) আইফোন ১১ প্রো ম্যাক্স
৭) আইফোন ১২
৮) আইফোন ১২ মিনি
৯) আইফোন ১২ প্রো
১০) আইফোন ১২ প্রো ম্যাক্স
১১) আইফোন ১৩
১২) আইফোন ১৩ মিনি
১৩) আইফোন ১৩ প্রো
১৪) আইফোন ১৩ প্রো ম্যাক্স
১৫) আইফোন এসই
১৬) আইফোন ১৪
১৭) আইফোন ১৪ প্রো