চোখে চোখে। ফাইল চিত্র
চোখে চোখে কথা বলা। মুখে কিছু না বলা। কোনওটাই নতুন নয়। বুঝে নিতে হয়। প্রেমে পড়ার সেটাই তো মজা। বলেই থাকেন অনেকে। কিন্তু ইঙ্গিতগুলো না বুঝতে পারলে তখন চলবে কী করে? এক-এক সময়ে এই না বলা, না বোঝার ফাঁদে কত সম্পর্ক যে শেষমেশ দিনের আলো দেখেনি, তা কি আর অজানা!
পছন্দের মানুষটি আপনার প্রতি অকৃষ্ট হচ্ছেন কি না, তা বুঝে নেওয়ার উপায় বার করতেই হবে। এ তো আর অঙ্ক নয় যে একই নিয়ম মেনে সকলের সমস্যার সমাধান হবে। তবু বলা রইল কয়েকটি পথ, যা কিছুটা সহজ করে দিতে পারে পরিস্থিতি।
চোখে চোখ
সব সময়ে চোখের দিকে তাকিয়ে কথা বলছে কি সে? এমনটা সকলের ক্ষেত্রে হয় না। বারবার চোখে চোখ রাখছে মানে, কিছু বলতে চাইছে।
কারণ ছাড়াই কথা বলা
শুধু গল্প করা নয়। বিভিন্ন সময়ে পরামর্শ নিতে আসছে কি? ব্যক্তিগত ছোটখাটো কথা ভাগ করে নিতে চাইছে বারবার? তবে বুঝতে হবে, আরও একটু গুরুত্ব চাইছে সেই ব্যক্তি।
কিছুটা সময় আলাদা
সকলের মাঝে সব সময়ে থাকতে ভাল লাগে না তার। আপনাকে নিয়ে কিছুটা আলাদা ভাবে আড্ডায় মাততে চাইছেন বারবার। হয়তো ব্যক্তিগত কথাই নয়, তবু একান্তে বলতে ভাল লাগছে কি তার?
এমন কিছু দেখলে বুঝতেই হবে বিশেষ গুরুত্ব চাইছে সেই ব্যক্তি।