পুরুষরা নবরাত্রিতে অষ্টমীর দিনে শাড়ি পরেন। ছবি: সংগৃহীত
নবরাত্রির অষ্টমতম রাতে শাড়ি পরে রাস্তায় বেরোন আমদাবাদ এবং বদোদরার বরোট সম্প্রদায়ের পুরুষরা। বিগত কয়েক শতাব্দী ধরে এই প্রথা চলে আসছে। প্রতি বছর নিয়ম মেনে এই একটি দিন গ্রামের প্রত্যেকটি বাড়ির পুরুষ সদস্যরা শাড়ি পরেই ‘গরবা’ নাচেন তাঁরা।
বাংলায় ষষ্ঠীতে দেবীর বোধন। কিন্তু অন্যান্য রাজ্যে শারদীয়া নবরাত্রি শুরু হয় মহালয়ার পরের দিন অর্থাৎ, প্রথমা থেকে। চলে টানা ন’দিন।
পরিবারের মঙ্গলকামনা করে পুজো করেন পুরুষরা। ছবি: সংগৃহীত
কিন্তু এমন নিয়ম কেন? এলাকাবাসীর দাবি অনুযায়ী, মূলত এক অভিশাপের হাত থেকে মুক্তি পেতেই এই প্রথা মেনে চলেন। প্রচলিত আছে, কয়েকশো বছর আগে সাদুবেন নামের এক মহিলা আমদাবাদে বাস করতেন। তাঁর এক বিপদে তিনি পুরুষদের সাহায্য চেয়ে পাননি। সেই সময়ে তাঁর এক পুত্রকেও হত্যা করা হয়। তখন তিনি অভিশাপ দিয়েছিলেন। পরবর্তীতে সেই শাপমোচন করার জন্যেই তাঁকে দেবীর জায়গা দেওয়া হয়। সেই ঘটনার পর থেকে এলাকার পুরুষরা নবরাত্রিতে অষ্টমীর দিনে শাড়ি পরে এই গরবা চান। সন্তান, পরিবারের মঙ্গলকামনা করে পুজোও করেন পুরুষরা।