বৃষ্টির সময়ে গাড়ি চালালে কী কী সতর্কতা নেবেন? প্রতীকী ছবি।
ঘূর্ণিঝড় ‘দানা’ ক্রমশ এগিয়ে আসছে। এর দাপটে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। শহর ও শহরতলির অনেক জায়গাতেই জল জমে গিয়েছে। এই সময়ে যদি চারচাকা নিয়ে রাস্তায় থাকেন বা জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালাতে হয়, তা হলে অবশ্যই কিছু সাবধানতা মেনে চলতে হবে। একটু অসাবধান হলেই গাড়ি নিয়ে রাস্তায় বিপদে পড়তে পারেন।
প্রবল বৃষ্টিতে গাড়ি চালানোর সময়ে কী কী সাবধানতা নেবেন?
জল জমা রাস্তা এড়িয়ে চলুন
জল জমা রাস্তায় ঢুকে পড়লে গাড়ি আটকে যেতে পারে। বড় এসইউভি গাড়ির ক্ষেত্রে সমস্যা কম হয়। কিন্তু ছোট গাড়িগুলির ক্ষেত্রেই বিপদের আশঙ্কা বেশি। জলমগ্ন রাস্তা এড়িয়ে চলারই চেষ্টা করুন। রাস্তায় বেরোলে গুগ্ল ম্যাপ চালু রাখুন, ট্র্যাফিক আপডেটের দিকে খেয়াল রাখুন। বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করুন।
গাড়ির গতি কমান
তুমুল বৃষ্টিতে গাড়ি চালানোর সময়ে গতি কমিয়ে রাখুন। পর্যায়ক্রমে হালকা ব্রেক ব্যবহার করুন। ভেজা রাস্তায় গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ তুলনামূলক ভাবে কম। তাই তাৎক্ষণিক ব্রেক দিলে মুহূর্তে নিয়ন্ত্রণ হারাতে পারেন।
উইনশিল্ড পরিষ্কার রাখুন
গাড়ির জানলা বন্ধ করে বাতানুকূল যন্ত্রটি চালু রাখুন। সুইচ নবগুলি এমন ভাবে ঘুরিয়ে রাখুন, যাতে হাওয়া ড্যাশের দিকে প্রবাহিত হয়। এ ভাবে গাড়ির উইনশিল্ড পরিষ্কার রাখতে পারবেন, ঝাপসা হয়ে যাবে না।
জল জমা রাস্তায় আটকে পড়লে?
চারচাকা নিয়ে জলমগ্ন রাস্তায় যদি ঢুকে পড়েন বা আটকে পড়েন তা হলে আতঙ্কে না ভুগে ধীরে ধীরে এগিয়ে চলুন। হঠাৎ করে অ্যাক্সেলারেটরে পা দেবেন না। চেষ্টা করবেন যতটা সম্ভব ব্রেক না কষে ধীরে ধীরে এগোতে। দাঁড়িয়ে পড়লে গাড়ির ইঞ্জিনে জল ঢুকে যেতে পারে। জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কম গিয়ারে গাড়ি চালান। প্রথম গিয়ারের বদলে যদি আপনি তৃতীয় গিয়ারে গাড়ি চালান, সে ক্ষেত্রে মাঝরাস্তায় গাড়িটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে।
গাড়ি যদি কোনও ভাবে রাস্তায় আটকে যায়, তা হলে ইঞ্জিন চালু রাখার চেষ্টা করবেন না। গাড়ির ইঞ্জিন ও বাতানুকূল যন্ত্র বন্ধ করুন। কোনও ভাবে গাড়ির বাইরে বেরিয়ে আসার চেষ্টা করুন।