Noida

চাকরি খুইয়ে নিজের পুরনো অফিসের কাছে খাবারের স্টল খুললেন সাংবাদিক

চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর নয়ডার ফিল্ম সিটি এলাকায় সেই অফিসের কাছেই খাবারের স্টল খুলে বসলেন সাংবাদিক। খাবারের নামেও রাখলেন চমক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৪:১৫
Share:

দীর্ঘ ১৩ বছরের সাংবাদিকতার জীবনে ৪টি সংবাদমাধ্যমে কাজ করেছেন দাদন বিশ্বকর্মা। ছবি: সংগৃহীত।

তিন মাস আগেও দেশের জনপ্রিয় এক সংবাদমাধ্যমে সহকারী নিউজ় এডিটরের কাজ করতেন দাদন বিশ্বকর্মা। চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর নয়ডার ফিল্ম সিটি এলাকায় সেই অফিসের কাছেই খাবারের স্টল খুলে বসলেন সাংবাদিক।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন পড়াশোনো করে ২০১১ সালে সাংবাদিকতার পেশায় আসেন দাদন। দীর্ঘ ১৩ বছরের সাংবাদিকতার জীবনে তিনি ৪টি সংবাদমাধ্যমে কাজ করেছেন। দাদন সংবাদমাধ্যমকে জানান, ‘‘২০২২ সালের ডিসেম্বর মাসে আমায় অফিস থেকে ছাঁটাই করে দেওয়া হয়। কর্মক্ষেত্রের কুটকচালির শিকার হয়েছি আমি। তিন মাস চেষ্টা চালিয়েও আমি চাকরি পাইনি। অর্থনৈতিক চাপে পড়ে আমি খাবারের স্টল খোলার সিদ্ধান্ত নিয়েছি।’’

দাদনের খাবারের স্টলের নাম মনে ধরেছে নেটিজ়েনদের। স্টলের নাম রেখেছেন, ‘পত্রকার পোহাওয়ালা’। সেই স্টলে দুই ধরনের পোহা অর্থাৎ চিড়ের পোলাও পাওয়া যায়— সাংবাদিকদের জন্য স্পেশাল পোহা আর সম্পাদকদের জন্য স্পেশাল পোহা। পোহা ছাড়াও দাদনের স্টলের জিলিপিও বেশ পছন্দ করছেন গ্রাহকরা। যদিও আর তিনি কোনও সংবাদমাধ্যমে কাজ করছেন না তবুও সাংবাদিক সত্তার সঙ্গে কোনও রকম আপস করবেন না তিনি। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলি নিয়ে তিনি সমাজমাধ্যমের পাতায় খোলাখুলি আলোচনা করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement