Bizzare

Love: লম্বা পুরুষ না-পসন্দ এই তরুণীর, কেন কম উচ্চতার পুরুষদের প্রেমে পড়েন তিনি?

আয়ারল্যান্ডের এক মডেল জানিয়েছেন, তিনি নিজের চেয়ে কম উচ্চতার পুরুষদের পছন্দ করেন, কিন্তু কেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৮:১৩
Share:

মডেলের কাকে পছন্দ? ছবি: সংগৃহীত

সৌন্দর্যের সংজ্ঞা ঠিক কী তা নিয়ে মতান্তরের শেষ নেই। বিশেষ করে দেহের গঠনকে ভালবাসার মাপকাঠি করতে রাজি নন অনেকেই। অ্যানালিভিয়া হাইন্ডস নামক আইরিশ এক মডেল জানিয়েছেন, তিনি পছন্দ করেন তাঁর চেয়ে কম উচ্চতার তরুণদের। এমনকি, তাঁর বর্তমান প্রেমিকও উচ্চতায় তাঁর থেকে কম।

Advertisement

কিন্তু কেন কম উচ্চতার পুরুষই পছন্দ তাঁর? নিজেই একটি ভিডিয়ো করে অ্যানালিভিয়া খোলসা করেছেন কারণ। ২৪ বছর বয়সি অ্যানালিভিয়া জানিয়েছেন, তাঁর প্রেমিকরা কম উচ্চতার হলে সেই প্রেমিকদের জিনসের প্যান্ট তিনি নিজেও পরতে পারেন।

অ্যানালিভিয়ার কথায়, অনেক নারীই ৬ ফুট লম্বা সুঠাম স্বাস্থ্যের পুরুষ পছন্দ করে, কিন্তু তাঁর কম উচ্চতার পুরুষই বেশি পছন্দ। তাঁর বর্তমান প্রেমিক ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা বলেও জানান তিনি। তাঁর প্রেমিকের যখনই কোনও প্যান্ট পছন্দ হয় না, তখন সেই প্যান্টগুলি তিনি নিয়ে নেন বলেই নেটমাধ্যমে জানিয়েছেন অ্যানালিভিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement