marriage

Marriage: কোন বয়সে বিয়ে করলে পুরুষদের আয়ু বাড়ে

কত বয়সে বিয়ে করলে অনেক দিন বাঁচবেন পুরুষরা? কী বলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ২০:৪৮
Share:

প্রতীকী ছবি।

অনেকেই বলেন, ছেলের একটু দেরি করে বিয়ে করা ভাল। তা হলে চাকরি পেয়ে খানিকটা গুছিয়ে নিতে পারবে। কিছুটা কম বয়সের মেয়েকে বিয়ে করলেও সুখী হবে বেশি। এমন নানা ধরনের ধারণার প্রচার রয়েছে সমাজে।

Advertisement

এ বার এ নিয়েই সমীক্ষা চালাল আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

বিয়ে নিয়ে যখন সমীক্ষা চালানো হয়, তার মূল বিষয় থাকে সম্পর্কের ধরন। কতটা সুখী হবে দাম্পত্য। কিন্তু দাম্পত্যসুখের আড়ালেই রয়েছে আর একটি বিষয়। তা হল, যাপনসুখ। যে নিজের যাপনের ধরন নিয়ে যতটা সন্তুষ্ট হবে, ততটাই বাড়বে আয়ু। নতুন সমীক্ষা এ বার জোর দিল সে দিকেই।

Advertisement

আর সেই সমীক্ষা চালাতে গিয়েই দেখা গেল, মেয়েদের মতো ছেলেদেরও কম বয়সে বিয়ে করলেই সুখে থাকার আশা বেশি। তার কারণও জানিয়েছেন গবেষকরা। তাঁদের বক্তব্য, বয়স যত কম থাকবে, মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। ২৫-এর মধ্যে বিয়ে করা গেলে সবচেয়ে বেশি থাকে মানানসই সঙ্গী পাওয়ার সুযোগ।

মনের মতো সঙ্গী পেলে মানসিক চাপ কম হবে। বিয়ে বেশি দিন টিকবে। আর সংসার সুখের হলে আয়ুও বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement