Bizarre

শনি-রবিবার ক্রিকেট খেলতে দিতে হবে, বিয়ের আগে কনেকে চুক্তি সই করালেন বর

প্রতি শনিবার ও রবিবার তাঁকে ক্রিকেট খেলতে দিতে হবে। বিয়ের পরেও যাতে কোনও ভাবে ক্রিকেট খেলা বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবু স্ত্রীকে রীতিমতো আইনি চুক্তিতে সই করালেন বর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৭
Share:

রবিবার পূজা নামের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হরিপ্রসাদ। ছবি- সংগৃহীত

প্রতি সপ্তাহে শনি ও রবিবার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যেতেন। বিয়ের পরেও যাতে সেই অভ্যাসে দাঁড়ি না পড়ে, তাই অদ্ভুত পন্থা নিলেন তামিলনাড়ুর এক শিক্ষক। প্রতি শনিবার ও রবিবার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে দিতে হবে, এই মর্মে কনেকে বিয়ের সময়ে রীতিমতো আইনি চুক্তিপত্রে সই করালেন তিনি।

Advertisement

তামিলনাড়ুর থেনির বাসিন্দা হরিপ্রসাদ পেশায় কলেজ শিক্ষক। কিন্তু একই সঙ্গে ক্রিকেট খেলতে খুবই ভালবাসেন তিনি। রবিবার পূজা নামের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হরিপ্রসাদ। সে সময়েই অদ্ভুত কাণ্ডটি ঘটিয়েছেন তিনি। জানা গিয়েছে, বন্ধুদের পরামর্শে ২০ টাকার একটি স্ট্যাম্প পেপার কেনেন হরিপ্রসাদ। তাতে লেখা ছিল, ‘আমি পূজা, প্রতি শনিবার ও রবিবার সুপারস্টার ক্রিকেট দলের হয়ে ক্রিকেট খেলার অনুমতি দিচ্ছি হরিপ্রসাদকে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হবু স্বামীর এ হেন কাণ্ডে প্রথমে অবাক হয়ে যান কনে। তার পর ফেটে পড়েন হাসিতে। বরের আবদার মেনে তৎক্ষণাৎ সই করে দেন চুক্তিপত্রে। চুক্তিপত্রে সই করার পর সেটি নিয়ে একসঙ্গে ছবিও তোলেন বর-কনে। টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement