Sperm donor

Sperm Donor: নিঃসন্তান মহিলাদের প্রথম পছন্দ! ৪৭ জন সন্তানের পিতা, তা-ও কমেনি চাহিদা

নিঃসন্তান দম্পতিদের সন্তানসুখ দেওয়াই তাঁর পেশা। নিজের শুক্রাণু দান করে দম্পতিদের মুখে হাসি ফোটানোই তাঁর অন্যতম লক্ষ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৪:৩৭
Share:

কাইল যে তাঁদের নতুন জীবন দিয়েছেন, সে কথা জানাতেও ভোলেননি ওই দম্পতি। ছবি: সংগৃহীত

সুজিত সরকার পরিচালিত আয়ুষ্মান খুরানার ছবি ‘ভিকি ডোনার’ সেই সময় মন কেড়েছিল দর্শকের। বিষয় ভাবনার অভিনবত্বের কারণে এখনও সেই ছবি সমান ভাবে প্রাসঙ্গিক। আয়ুষ্মান সেই ছবিতে এক জন শুক্রাণুদাতার চরিত্রে অভিনয় করেছিলেন। ৩০ বছর বয়সি কাইল গার্ডি তেমনই একজন শুক্রাণুদাতা। তবে পর্দায় নয়, বাস্তবে। আমেরিকার বাসিন্দা কাইল বিশ্ব জুড়ে প্রায় ৪৭ জন সন্তানের পিতা। সম্প্রতি এক দম্পতি নেটমাধ্যমে কাইলের কথা জানিয়েছেন। ওই দম্পতি অনেক দিন ধরে বাবা-মা হওয়ার চেষ্টা করছেন। চিকিৎসকের সাহায্য নিয়েও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত দেবদূতের মতো দেখা পান কাইলের। ৩৫ বছর বয়সি অ্যাঞ্জেলা টুরিকে শুক্রাণু দান করেন কাইল। ১০ মাস পর অ্যাঞ্জেলার কোল আলো করে আসে ছেলে অ্যাভেরি। ভবিষ্যতেও সন্তানের জন্ম দিতে চাইলে শুক্রাণু দাতা হিসাবে তাঁদের প্রথম পছন্দ কাইল, সে কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ওই দম্পতি।

Advertisement

অ্যাঞ্জেলা জানিয়েছেন, চিকিৎসকদের কাছ থেকে এর আগে অনেক খরচ করে শুক্রাণু কিনলেও তা কাজে আসেনি। ফলে তিনি মা হতে ব্যর্থ হয়েছেন। ১০ বার চেষ্টার পর গার্ডির দেওয়া শুক্রাণুর মাধ্যমে মা হওয়ার আশা পূরণ হয়েছে তাঁর। অ্যাঞ্জেলা এবং তাঁর স্বামী দু’জনেই কাইলের কাছে তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কাইল যে তাঁদের নতুন জীবন দিয়েছেন, সে কথা জানাতেও ভোলেননি ওই দম্পতি।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

ছবি: সংগৃহীত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement