ছবি: সংগৃহীত
ডিসেম্বরের শীতকাল মানেই একপ্রস্থ প্রেমের উদ্যাপন। তার উপর বড়দিন। শহরজুড়ে উৎসবের গন্ধ। সদ্য প্রেমে পড়েছেন যাঁরা হাতে হাত রেখে এই বড়দিনে আরও একটু কাছাকাছি আসতেই পারেন। তবে যাঁরা এখন আর শুধু প্রেমিক-প্রেমিকা নন, কয়েক বছর কাটিয়ে ফেলেছেন দাম্পত্যে জীবন, তাঁরাও কিন্তু এই বড়দিনে পুরোনো প্রেমটা ঝালিয়ে নিতে পারেন।
বড়দিনে রান্না করুন এক সঙ্গে
শেষ কবে এক সঙ্গে রান্না করেছেন মনে করে বলুন তো? মনে পড়ছে না তো। ছেড়ে দিন, স্মৃতিকে অহেতুক টানা হ্যাঁচড়া করে লাভ নেই। স্মৃতিতে না বেঁচে বরং মুহূর্তে বাঁচুন। এই বড়দিনে বাইরে খেতে না গিয়ে বরং রান্না করুন এক সঙ্গে।
ছবি: সংগৃহীত
শুধু রান্না কেন, এক সঙ্গে সিনেমা দেখতে পারেন
বড়দিন, নতুন বছর ইত্যাদি উৎসবগুলিতে অনেকেই বাইরে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে এই বারের ক্রিসমাসে বাড়িতেই সিনেমাহল বানিয়ে ফেলুন। গরম কফি, পপকর্ন, পছন্দের সিনেমা আর প্রিয় মানুষকে নিয়ে বসে পড়ুন।
উপহার দিন প্রিয়জনকে
বড়দিনে শুধু সান্তা বুড়ো কেন, আপনিও উপহার দিন প্রিয় মানুষটিকে। সকাল থেকে উপহার দিতে যদি ভুলে গিয়ে থাকেন এখনও সময় আছে। সেটাও যদি সম্ভব না হয় প্রতিশ্রুতি দিয়ে রাখুন আগামীকাল দেবেন বলে।