দু’জনেই চান একে অপরের সঙ্গে থাকতে। তবু কোথায় যেন অস্বস্তি।
কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে প্রেমিক-প্রেমিকার সম্পর্ক? দু’জনেই চান একে অপরের সঙ্গে থাকতে। তবু কোথায় যেন অস্বস্তি। সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার পর্যায়। তবু সব ঠিক করে নিতে চাইছেন। কিন্তু পারছেন না?
এমন অবস্থায় কয়েকটি পদক্ষেপ করা দরকার। সম্পর্ক আগলে রাখার চেষ্টা যে করতে হবে নিজেদেরই। না হলে আক্ষেপ থেকে যাবে।
কোন পদক্ষেপ সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য কার্যকর হতে পারে?
১) একে অপরের সঙ্গে কথা বলুন। অভিমান করে নিজের মনের কথা না বললে সমস্যা বাড়বে। যদি কোনও কাজে বা কথায় খারাপ লেগে থাকে, তবে তা সঙ্গীকে জানান।
সব কথায় একমত হন না। কিন্তু একে অপরকে কি বিশ্বাসও করতে পারেন না? যদি পারেন, তবে সেটিই সম্বল।
২) মতের অমিল বেশি? তবু মিল কোথায় আছে এখনও, তা খুঁজে বার করা যায়। মত অনেক ক্ষেত্রে না মিলতেই পারে। তবু মনে করিয়ে দিন সঙ্গীকে এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে নিজেরা একমত হতে পারেন।
৩) সব কথায় একমত হন না। কিন্তু একে অপরকে কি বিশ্বাসও করতে পারেন না? যদি পারেন, তবে সেটিই সম্বল। একে অপরের প্রতি বিশ্বাসে ভরসা রাখুন। অন্যকেও বোঝান যে আপনি এখনও তাঁকে বিশ্বাস করেন।
সম্পর্ক না ভাঙতে চাইলে, তা আগলে রাখার উপায় বেরোবেই। একটু ভেবে দেখার চেষ্টা করুন, আর কী করলে সঙ্গীর ভাল লাগতে পারে। তবে একসঙ্গে তেমন কয়েকটি কাজও করে দেখুন।