ছবি: সংগৃহীত
বছর খানেক আগে নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী নীনা গুপ্ত। সব মহিলার উদ্দেশে ছিল পরামর্শ তাঁর। বলেছিলেন, আর যা-ই হোক, বিবাহিত পুরুষদের প্রেমে পড়ার ঝুঁকি নেওয়ার মানে হয় না। তাতে জীবনে অনেক সমস্যা বাড়তে পারে। সাম্প্রতিক একটি গবেষণা আবার বলছে, যে যা-ই বলুক, বিবাহিত পুরুষদের প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট হন এক দল নারী। ‘জার্নাল অব হিউম্যান নেচার’-এ প্রকাশিত সেই গবেষণাপত্র এই প্রবণতার নানা কারণও ব্যাখ্যা করেছে। বিবাহিত পুরুষদের বেশি নির্ভরযোগ্য ও পরিণত মনস্ক মনে করেন তাঁরা। কিন্তু এমন তত্ত্বের সঙ্গে কি একমত কলকাতা শহর? কী বলছেন এ শহরের নারীরা?
প্রশ্ন গেল দুই বন্ধু অন্তরা রায় এবং নীলাঞ্জনা মান্নার কাছে। সম্প্রতি এক বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন সদ্য কলেজ পেরনো নীলাঞ্জনা। অন্তরা সেই সম্পর্ক নিয়ে চিন্তিত। আর নীলাঞ্জনা? নতুন প্রেমের আনন্দে এখন মন ভাল তাঁর। তবে স্পষ্ট জানালেন, প্রেমিক বিবাহিত বলে বিশেষ কোনও আকর্ষণ অনুভব করেননি তিনি। প্রেমিকের নাম প্রকাশ না করেই বললেন, ‘‘বরং আমি একটু বেশিই সতর্ক। আমাকে ভালবেসে ওঁর কোনও সমস্যা হোক, তা চাই না।’’
তবে অন্তরা প্রেমিক নয়, নীলাঞ্জনাকে নিয়ে চিন্তিত। সঙ্গী বিবাহিত বলে অনেক সুখ থেকে বঞ্চিত হতে পারেন তাঁর বন্ধু। এমনই ধারণা অন্তরার। সঙ্গে তাঁর বক্তব্য, ‘‘কোনও বিবাহিত ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়লে আমি হয়তো দু’বার বেশি ভাবব। কারণ এর ফলে জীবনে নানা ধরনের জটিলতা ডেকে আনা হতে পারে। তখন প্রেমিক কতটা আমার পাশে থাকবে, তা আরও বেশি করে বুঝতে হবে।’’
বিদেশি সেই সমীক্ষা বলছে, যখন পরকীয়ায় জড়িয়ে পড়েন কোনও পুরুষ, তখন তাঁকে বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন বহু নারী। কারণ তিনি তাঁর জন্য ঝুঁকি নিতে প্রস্তুত। তার মানে তিনি বেশি নির্ভরযোগ্য। কিন্তু পেশায় ইঞ্জিনিয়ার মিমি বিশ্বাসের প্রশ্ন, ‘‘যিনি তাঁর সঙ্গীকে ছেড়ে আর একটি সম্পর্কে জড়িয়ে পড়েন, তাঁকে কী করে বেশি নির্ভরযোগ্য মনে হবে আমার? কোনও বিবাহিত পুরুষের প্রতি ভাল লাগা জন্মাতেই পারে। কিন্তু তিনি বিবাহিত বলে বেশি নির্ভরযোগ্য, এমন কখনও মনে করতে পারব না।’’
ছবি: সংগৃহীত
মিমির বক্তব্যের স্রোতের টানেই উঠল আরও একটি প্রশ্ন। শহরের এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী দীপ্তি মল্লিকের বক্তব্য, ‘‘প্রেমিকের বিবাহ যদি হয় ভালবাসার নির্ধারক, তবে সেই প্রেম নিয়েই আমার প্রশ্ন রইল।’’
এ শহরের মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায় এমন সমীক্ষার রিপোর্টের কথা শুনে খানিক অবাক। হঠাৎ বিয়ে কেন ভাল লাগার নির্ধারক হতে যাবে, তা নিয়েই প্রশ্ন তুলছেন তিনি।
অনুত্তমার বক্তব্য, ‘‘সম্পর্কের নানা ধরনের সমস্যা নিয়ে আসেন বহু মানুষ। তাঁদের অনেকের বিবাহিত নারী বা পুরুষের প্রতি ভাল লাগা জন্মেছে, এমনও শুনি। তা ঘিরে অনেক পাওয়া, না-পাওয়ার কথা ওঠে। সমীকরণ বদলে বদলে যায়। তবে সেই ব্যক্তি বিবাহিত বলেই তাঁর প্রতি আকৃষ্ট হচ্ছেন কেউ, এমন কিন্তু শুনি না। তা ছাড়া, এই সমীক্ষায় যেমন বলেছে যে, মহিলারা বিবাহিত পুরুষদের বেশি দায়িত্ববান বলে মনে করেন, সেটা নিয়েও প্রশ্ন তোলা দরকার। কোন জায়গায় মহিলাদের সঙ্গে কথা বলে এই সমীক্ষার রিপোর্ট বার করা হয়েছে, তা জানি না। তবে এখানে এমন মহিলা বা পুরুষদের আমি অন্তত দেখিনি। সঙ্গে বলতে চাই, এই তত্ত্ব নারীদের প্রতি বেশ অপমানজনক। কোনও পুরুষ বিবাহিত হন বা না হন, নারীর দায়িত্ব পুরুষের উপরেই বর্তানো হবে, এ তো সেই আদ্যিকালের পিতৃতান্ত্রিক ধারণা। নারী তার নিজের দায়িত্ব নিতে সক্ষম। ভালবাসা মানেই শুধু দায়িত্ব অর্পণ নয়।’’