bread

Recipe: মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে? দশ মিনিটে বানিয়ে ফেলুন চিনি টোস্ট

মাঝেমাঝেই মিষ্টি কোনও খাবার খেতে মন চায়। এ দিকে, কিছু বানানোর ঝক্কিও অনেক। কিন্তু এই খাবারটি খুব কম সময়েই বানিয়ে ফেলতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৫:২৩
Share:

প্রতীকী ছবি।

কাজের ফাঁকে হঠাৎ খিদে পেয়ে গেল? এ দিকে ঘরে চানাচুর, ডালমুট থাকা সত্ত্বেও মনটা মিষ্টি খাবারই খুঁজছে? সব সময়ে বাড়িতে মিষ্টি থাকে না। আবার এত সময়ও নেই যে আপনি ধৈর্য ধরে কেক বা মিষ্টির কোনও পদ বানাবেন। হাতের কাছে পাঁউরুটি আছে কি? ব্যস, তা হলে আর ভাবনা নেই। এই পাঁউরুটি দিয়েই করা যেতে পারে আপনার মিষ্টির সাধপূরণ। কাজের ফাঁকে মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি এই খাবার।

Advertisement

চিনি টোস্ট

Advertisement

উপকরণ:

পাঁউরুটি : ২টি (স্লাইস করা)

ঘি: ১ টেবিল চামচ

চিনি: স্বাদমতো

প্রতীকী ছবি।

প্রণালী:

প্রথমে পাঁউরুটির টুকরোগুলিতে ভাল করে ঘি মাখিয়ে নিন। এর পরে উপরে স্বাদমতো চিনি দিয়ে দিন। এ বার টুকরো দু’টি একসঙ্গে করে একটি টোস্টারে বা প্যানে গ্রিল করতে দিন। একবার চিনি ক্যারামেলাইজ হওয়া শুরু হলে এবং পাঁউরুটি সোনালি হয়ে এলে টোস্টার থেকে বার করে নিন। শুধু পরিবেশন করতে ইচ্ছে না হলে উপরে হালকা দই ছড়িয়ে পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement