বুদবুদ বন্ধ হলেই মাছের শ্বাসকষ্ট শুরু হতে পারে। ছবি: সংগৃহীত
গত বছর আমপানের পরে বহু জায়গায় ২-৩ দিনের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। সেই সব জায়গায় যাঁরা বাড়িতে অ্যাকোয়ারিয়ামে মাছ পোষেন, তাঁরা পড়েছিলেন ভয়ঙ্কর বিপদে। হাওয়ার পাম্প বা বুদবুদ কল বন্ধ হয়ে যাওয়ায় অনেকের বাড়িতেই মাছ মারা যায়। এ বার তেমন আতঙ্কের পরিস্থিতি ফিরে আসতে পারে। ইয়াশ ঘূর্ণিঝড়ের কারণেও যদি এমন পরিস্থিতি হয়, আপনার সাধের মাছ বাঁচাবেন কী করে? আগে থেকে কী ভাবে সাবধান হবেন?
কিছু কিছু মাছ জলের উপর নাক তুলে নিঃশ্বাস নেয়। কিন্তু বেশির ভাগ মাছই জলে দ্রবীভূত অক্সিজেন থেকে শ্বাস নেয়। হাওয়ার পাম্প জলের মধ্যে বুদবুদ তৈরি করে তাতে অক্সিজেন দ্রবীভূত করে। দীর্ঘ ক্ষণ পাম্প বন্ধ হয়ে গেলে মাছের শ্বাসকষ্ট শুরু হয়। এবং শেষে মাছ মারা যায়।
তেমন খারাপ পরিস্থিতি এড়াতে কী কী করতে পারেন: