পুনম পাণ্ডে। ছবি: সংগৃহীত।
বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের প্রথম দিকেই তাঁর মৃত্যুর খবর চমকে যায় গোটা দেশ। তবে দিন কয়েক পরে পুনম নিজেই জানান, তিনি বেঁচে আছেন। চমকের পর চমক দিয়ে যান তিনি। পুনমের ‘চমৎকৃত’ কর্মকাণ্ডের তালিকা বেশ লম্বা। তাঁর ব্যক্তিত্ব যতটা চমকপ্রদ, অনুরাগীরা বলেন পুনম তার চেয়েও বেশি লাস্যময়ী। পর্দায় পুনম থাকলে অন্য কারও দিকে নাকি চোখ যায় না। তাই পুনমের ডায়েট জানতে চান অনেকেই। পুনমের সৌন্দর্যের রহস্য জানতে কৌতূহলী মনের সংখ্যা অসংখ্য।
পুনম যে নিরামিষ ভোজী, তা অনেকেরই অজানা। উদ্ভিদজাত খাবার খান অভিনেত্রী। মাছ, মাংস, ডিম দাঁতে কাটেন না তিনি। শাকসব্জি দিয়ে তৈরি নানা পদ থাকে পুনমের পাতে। বেকড ফিশ, গ্রিলড চিকেন, প্রন স্যালাড না খেয়েও যে এমন আকর্ষণীয় চেহারা তৈরি করা যায়, সেটা প্রমাণ করেছেন পুনম। তবে মাঝে মাঝে যে নিয়ম ভাঙেন না, তা একেবারেই নয়। পুনমের মিষ্টির প্রতি দুর্বার টান। সামনে মিষ্টি দেখলে তিনি নাকি নিজেকে সামলাতে পারেন না। ঠিক সেই কারণে নিজেকে মিষ্টি থেকে খুব সাবধানে দূরে সরিয়ে রাখেন। তবে মিষ্টি খেতে প্রবল ইচ্ছা করলে, নিজেকে সামলান না। মন ভরে মিষ্টি খান। পরে জিমে গিয়ে ঘাম ঝরিয়ে নেন। শুধু মিষ্টি নয়, ফুচকার প্রতিও নাকি অসম্ভব প্রেম পুনমের। ফুচকা পেলে আর অন্য কিছু চাই না তাঁর। তবে খেতে ভালবাসলেও খান পরিমিত পরিমাণে।